করোনা মুক্ত নিউজিল্যান্ড, দেশবাসীকে অভিনন্দন নিশামের

নিউজ ডেস্ক »

মরণঘাতী করোনা ভাইরাস থেকে পুরোপুরি মুক্ত নিউজিল্যান্ড। দেশটির সর্বশেষ আক্রান্ত ব্যাক্তি সুস্থ্য হয়ে বাসায় ফিরেছেন। এর মধ্য দিয়ে গত ৮জুন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় নিজেদের করোনা মুক্ত ঘোষণা করেছে।

গত ১৭ দিনে ৪০ হাজার টেস্ট করে একজনও করোনা আক্রান্ত রোগী ধরা পড়েনি। মাত্র ২৮৩ জন করোনা আক্রান্ত ধরা পড়লে সমগ্র দেশটি লকডাউন করা হয়। সকল জমায়েত, যানবাহন, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। গত ৩০ শে এপ্রিল থেকে একজনও করোনা আক্রান্ত ব্যক্তি খুজে পাওয়া যায়নি।

বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশে এইসময় যখন করোনা সংক্রমণ মারাত্মক আকার ধারণ করছে, ঠিক সেই মুহুর্তে করোনা জয়ের দারুণ এক দৃষ্টান্ত সৃষ্টি করল নিউজিল্যান্ড। এতে দেশবাসীকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগী বার্তা দিয়েছেন কিউই ক্রিকেটার জিমি নিশাম।

এক টুইট বার্তায় নিশাম বলেন, ‘করোনা ভাইরাস মুক্ত নিউজিল্যান্ড। সবাইকে অভিনন্দন। পরিকল্পনা, প্রবল জেদ এবং দলবদ্ধ হয়ে আবারও কিউইদের দুর্দান্ত দৃষ্টান্ত।’

তবে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডান মনে করেন সংক্রমণ আবারও হতে পারে। সবাইকে সতর্ক থাকার আহবান জানিয়ে জেসিন্ডা আর্ডান বলেন, ‘এখনকার মত নিউজিল্যান্ড করোনা নির্মুল করতে পেরেছি আমরা, আমরা নিশ্চিত। তবে সংক্রমণ যাতে আবারো না হয় আমরা আমাদের প্রয়াস চালিয়ে যাব।’

নিউজক্রিকেট/এমএস

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »