নিউজ ডেস্ক »
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস বর্তমানে বাংলাদেশসহ ভারতীয় উপমহাদেশে বেশ অনেকটাই জেঁকে বসেছে। বিশেষ করে পাকিস্তানে হুহু করে বাড়ছে মৃতের সংখ্যা। ইতিমধ্যেই ২ জন সাবেক ক্রিকেটার মারা যান এই অনুজীবের আক্রমণে। তবে এবার পাকিস্তান ক্রিকেট পাড়ায় এলো স্বস্তির খবর। কোভিড-১৯ থেকে সম্পূর্ণরূপে সুস্থ হয়েছেন সাবেক পাকিস্তানি ওপেনার তৌফিক ওমর।
দীর্ঘ ২ সপ্তাহের আইসোলেশন শেষ করে অবশেষে সুস্থ এই পাকিস্তানি। তার সুস্থতার বিষয়টি নিশ্চিত করেন তৌফিক ওমর নিজেই। এসময় তৌফিক এই ভাইরাসকে হালকা ভাবে না নেওয়ার পরমর্শ দিয়েছেন। তৌফিক ওমর বলেন,’ আমি সকলের কাছে অনুরোধ জানাই নিজের যত্ন নিন। এবং কোভিড-১৯ কে সিরিয়াসলি নিন। সামাজিক দূরত্ব এবং নিরাপত্তা ব্যবস্থা সকলের জন্যই খুব গুরুত্বপূর্ণ। ‘
পাকিস্তানের সাবেক ৩৮ বছর বয়সি এই ক্রিকেটার কেউ আক্রান্ত হলেও খুব বেশী উদ্বিগ্ন না হওয়ার পরামর্শও দিয়েছেন। তার করোনা কালের সময়ের বর্ণনা দিতে গিয়ে বলেন, ‘আমি ২ সপ্তাহ একটি কক্ষে আইসোলেটেড ছিলাম। আমি আমার পরিবারের শিশু এবং বৃদ্ধদের থেকে দূরে ছিলাম। এখানে করোনা পরিক্ষা পজিটিভ আসলে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। আমি আপনাকে উপদেশ দেবো আপনার শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়ান।’
উল্লেখ্য, সর্বশেষ ২০১৪ সালে পাকিস্তানের জার্সি গায়ে খেলেছিলেন এই ওপেনার। ৪৪টি টেস্ট এবং ২২টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেন এই ক্রিকেটার।
নিউজ ক্রিকেট ২৪ / কেএমএএইচ