fbpx

করোনা আক্রান্ত ৪ ক্রিকেটার, ম্যাচ স্থগিত করা হয়েছে আবারও

নিউজ ডেস্ক »

 •  
 •  
 •  
 •  
 •  
 •  

সংযুক্ত আরব আমিরাত ও আয়ারল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজে বেড়েছে করোনার আধিপত্য। এর ফলে প্রথম ওয়ানডের পর ২য় ওয়ানডে এখনো খেলা হচ্ছেনা।

বায়ো বাবলে রাখা হয়েছিল করোনা পরীক্ষায় নেগেটিভ সব ক্রিকেটারদেরই। কিন্তু এই বায়ো বাবল কিনবা জৈব সুরক্ষা বলয়ের মধ্যই সংযুক্ত আরব আমিরাতের ৩ ক্রিকেটারের শরীরে ধরা পরে করোনা ভাইরাসের। যার ফলে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি পিছিয়ে দেওয়া হয়। কিন্তু এরপর আনার স্বাগতিক শিবিরে করোনার হানা দেওয়ায় আবার ম্যাচ স্থগিত করতে হলো।

চার ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে সংযুক্ত আরব আমিরাতের তিন জন খেলোয়াড়ের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছিলো। যার ফলে ওইদিন স্থগিত করা হয়েছিল দ্বিতীয় ম্যাচ। সোমবার (১১ জানুয়ারি) আমিরাত ক্রিকেট বোর্ড এক বিজ্ঞপ্তিতে জানায় যে মঙ্গলবারেও (১২ জানুয়ারি) সংযুক্ত আরব আমিরাত ও আয়ারল্যান্ডে মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি আয়োজন করা সম্ভব হচ্ছে না।

দুই দলের মধ্যকার চার ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ হওয়ার কথা ছিল ১০জানুয়ারি , কিন্তু ম্যাচের আগের দিন একজন মোট তিনজন ক্রিকেটার করোনা আক্রান্ত হওয়ার কারণে সেই ম্যাচটি স্থগিত করে পিছিয়ে দেওয়া হয়েছে ১৬ জানুয়ারি।

এ দফায় আবার চারজন ক্রিকেটার করোনাভাইরাসের আক্রান্ত হওয়ার কারণে তৃতীয় ম্যাচটিও পিছিয়ে দিতে হলো। সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়েছিল স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত।

নিউজক্রিকেট/আরআর

 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •   
নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »