করোনা আক্রান্ত মালিক ব্রাদার্সের জন্য আজহার-হাফিজের দোয়া প্রার্থনা

নিউজ ডেস্ক »

করোনা ভাইরাসের আক্রমণে পাকিস্তানের অবস্থা অনেকটাই ভয়াবহ। দেশটিতে এখন পর্যন্ত ৮৯ হাজার ২৪৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়াও মৃত্যু সংখ্যাও বাড়ছে দিন দিন। এ পর্যন্ত এই ভাইরাসের কারণে মৃত্যু বরণ করেন ১ হাজার ৮৩৮ জন। এর মধ্যে ২ জন ক্রিকেটারও প্রাণ হারিয়েছেন এই প্রাণঘাতী অনুজীবের আক্রমণে। এবার সে ভাইরাসে আক্রান্ত হয়েছেন ‘এমবি মালিক ব্যাটস’ নামক ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠানের মালিক মালিক সরফরাজ এবং মালিক জুলফিকার।

মালিক ব্যাটস এর মালিকদের করোনা ভাইরাসের খবর আগেই আসলেও মালিক সরফরাজের অবস্থা এখন খুবই আশঙ্কাজনক। এই পরিস্থিতিতে তাদের জন্য দোয়া চাইলেন পাকিস্তানি অধিনায়ক আজহার আলী। নিজের টুইটারে এক টুইটের মাধ্যমে তিনি বলেন, ‘মালিক ব্যাটস এর মালিক মালিক সরফরাজ এবং মালিক জুলফিকারের জন্য আমাদের দোয়া প্রয়োজন। তারা দুজনেই কোভিড-১৯ এর বিরুদ্ধে যুদ্ধ করছেন। বিশেষ করে মালিক সরফরাজের অবস্থা খুবই আশঙ্কাজনক। তিনি বর্তমানে ভেন্টিলেটরে (কৃত্রিম ফুসফুস) আছেন। আল্লাহ তাদের সুস্থতার গতি বাড়িয়ে দিন।’

এছাড়াও পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ হাফিজও মালিক ব্রাদার্সের জন্য দোয়া চেয়ে টুইট করেন। টুইটে হাফিজ লেখেন, ‘খারাপ সংবাদ, ‘এমবি মালিক’ এর মালিক মালিক সরফরাজ এবং মালিক জুলফিকার করোনা ভাইরাসে ভুগছেন। আল্লাহ তাদের মঙ্গল করুন।’

নিউজ ক্রিকেট ২৪ / কেএমএএইচ

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »