নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
দলকে নিয়ে দুবাইয়ের বিমান ধরার আগে করোনা আক্রান্ত হয়ে আসন্ন এশিয়া কাপ মিস করতে যাচ্ছেন ভারতের কোচ রাহুল দ্রাবিড়।যদিও বিসিসিআই থেকে এই ব্যাপারে এখনো কোন বিবৃতি না দিলেও, ভারতীয় গনমাধ্যম গুলোর জোড়ালো দাবী, দ্রাবিড়ের কোভিট পজেটিভ!
যার ফলে আসন্ন এশিয়া কাপে দলের সাথে দ্রাবিড়ের থাকা হচ্ছে না বলে দাবী গণমাধ্যমের। ভারতীয় গণমাধ্যমের তথ্যানুযায়ী আসন্ন এশিয়া কাপে ভারতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন ভিভিএস লক্ষ্মণ।
দুবাইয়ে অনুষ্ঠিতব্য এশিয়া কাপে অংশ নিতে আজ ভারতীয় দলের দুবাই যাওয়ার কথা। জানা গেছে ইতিমধ্যে স্কোয়াডের কিছু সংখ্যক ক্রিকেটার দুবাই পৌঁছেছেন।
আগামী ২৮ আগস্ট এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে ভারত।