নিউজ ডেস্ক »
করোনার থাবায় বিশ্ব স্থবির হয়ে পড়েছে।এর ভয়াবহতা ছড়িয়ে পড়েছে ক্রিকেট সহ বিভিন্ন ক্ষেত্রে। সব ধরনের ক্রিকেট প্রায় ২ মাসের ওপর বন্ধ রয়েছে। আর এতে অন্যান্য বিশাল ক্ষতির সম্মুখীন হয়েছে ক্রিকেট বোর্ড গুলোর। সেদিক থেকে পিছিয়ে নেই ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)ও। করোনার থাবায় বড় লোকসানই গুনতে হচ্ছে তাদেরও।
এমতাবস্থায় লোকসান কিছুটা কাটিয়ে উঠতে ক্রিকেটে ফেরার পরিকল্পনায় অনুশীলন শুরু করেছে ইংলিশ ক্রিকেটারেরা। ৮ সপ্তাহ বাসায় বন্দি থাকার পর গেলো বৃহস্পতিবার থেকে স্বাস্থ্যবিধি মেনে কেন্দ্রীয় চুক্তির ১৮ বোলারকে অনুশীলনে নামিয়েছে ইসিবি। অনুশীলন করেছেন স্টুয়ার্ড ব্রড ও ক্রিস ওকসও। তবে সামাজিক দূরত্ব বজায় রেখে দুইজন কে দুই মাঠে অনুশীলন করানো হয়েছে। এজবাস্টনে ক্রিস ওকস ও ট্রেন্টব্রিজে অনুশীলন করেছেন স্টুয়ার্ট ব্রড।
এদিকে আগামীত জুন থেকে আগস্টের মধ্যে পাকিস্তান, উইন্ডিজ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজ আয়োজন করতে মরিয়া ইংলিশ ক্রিকেট বোর্ড। প্রয়োজনে তারা বিকল্প উপায়ে দর্শকশূন্য স্টেডিয়ামে হোম সিরিজ আয়োজন করার ব্যাপারেও পরিকল্পনা করছে।
জুনের ১ তারিখ থেকে অনুশীলনের জন্য মাঠে ফিরছে শ্রীলঙ্কাও। করোনা প্রকোপ কিছুটা কম থাকায় লংকান ক্রিকেট বোর্ড এ সিদ্ধান্ত নিয়েছে।
বাংলাদেশ সময়: ১০:২৫ পিএম
নিউজক্রিকেট/এইচএএম