নিউজ ডেস্ক »
করোনা ভাইরাসের প্রকোপ বেশ ভালোভাবেই পরবে ক্রিকেটে৷ ক্রিকেটের সেই পুরোনো অনেক রীতি রেওয়াজ আর দেখা নাও যেতে পারে ক্রিকেটে। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ক্রিকেট তার চিরাচরিত দৃশ্য আলিঙ্গন বা হ্যান্ডশেক নীতি থেকে সরে আসতে পারে। এছাড়াও বলে থুথু লাগিয়ে পলিশ করার মত প্রথাও বাতিলের পথে। একে সেই সত্তর আশির দশকে পৌছে যেতে পারে ক্রিকেট। এমনটিই মনে করেন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।
ক্রিকেটে কোন ম্যাচ জয়ের পরে সতীর্থদের আলিঙ্গন বা এক যায়গাতে জড়ো হওয়া৷ হাইফাইভ বা রিস্টপাম্পের মত ক্রিকেটের চিরাচরিত রূপের দেখা নাও মিলতে পারে ক্রিকেটে। যা সেই সত্তর আশির দশকেও ছিলোনা। এমনকি দেখা যাবেনা ক্রিকেটের ঐতিহ্য বহনকারী সেই চিরচেনা হ্যান্ডশেকও। এতে ক্রিকেট তার সৌন্দর্য কিছুটা হলেও হারাবে বলে মনে করেন ভারতীয় ঘূর্ণি জাদুকর। অশ্বিন বলেন, ‘আমাদের সত্তর বা আশির দশকের সেই উৎসব ভঙ্গিতে ফিরে যেতে হবে। যখন উইকেট নেওয়ার পরে সকলে দূরে দূরে থেকে হাততালি দিয়েই কাজ সারত। হাই-ফাইভ বা রিস্ট পাম্প অনেক পরে এসেছে খেলায়।’
এ ছাড়াও বন্ধ হওয়ার পথে বলে থুথু ব্যাবহার করে বল পলিশ করে চাকচিক্য ধরে রাখার প্রথাও৷ বোলারদের দীর্ঘদিনের অভ্যাস রাতারাতি বদলে না গেলেও জীবনের জন্য হলেও এটিকে বদলে ফেলার চেষ্টা করবেন বোলাররা। অশ্বিন বলেন, ‘বলে থুতু লাগানোটা আমার কাছে খুব স্বাভাবিক একটা ব্যাপার। সময় লাগবে এই অভ্যাস পাল্টাতে। তবে এটা ঠিক যে, এর সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টাও আমাদের করতে হবে।’
করোনা ভাইরাস থেকেও অনেক কিছুই শেখার আছে বলেও মনে করেন অশ্বিন। পৃথিবীর পরিবেশের উপর মানুষের যে দখলদারি ছিলো সেটা থেকে মুক্তির পর প্রকৃতি নিজেই খুঁজে নিয়েছেন। এটিকে মানবজাতি প্রতি সতর্কবার্তা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের একটা শিক্ষা দিয়ে গেল মারণ ভাইরাস (করোনা) যে, আমরা প্রকৃতিকে সম্মান করছি না। পৃথিবীর ক্ষতি করে দিচ্ছি। এটা হয়তো মানবজাতির প্রতি সতর্কবার্তা।’
বাংলাদেশ সময়: ১০:০০ এএম
নিউজ ক্রিকেট২৪ / কেএমএএইচ