নিউজ ডেস্ক »
সম্প্রতি ভারতের কাশ্মীর নীতিতে সরব হয়েছেন পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার, মানবতার ফেরিওয়ালা শহীদ আফ্রিদি। বিশ্ব আজ ভয়ংকর মরণঘাতী ছুঁয়াচে করোনা ভাইরাসের কবলে গৃহবন্দী। কিন্তু এর আগে থেকেই ভারতীয় শাসকগোষ্ঠী ভারত অধ্যুষিত কাশ্মীরের জনগনকে করোনার চেয়ে ভয়ংকর ভাইরাস মনের বিদ্বেষে গৃহবন্দী করে রেখেছে। সম্প্রতি কাশ্মীরের একটি গ্রাম ভ্রমণ করে আফ্রিদি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মনে পুষে রাখা বিদ্বেষের ভয়ংকর ভাইরাসের প্রতি ধিক্কার জানান।
ঐ গ্রামে এসে আফ্রিদি বলেন, ‘আপনাদের এই গ্রামে এসে খুব ভাল লাগছে। অনেক দিন ধরে আসার কথা ভাবছিলাম।’ তারপর ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে বলেন, ‘পৃথিবী এখন এক মারাত্মক রোগে আক্রান্ত। কিন্তু মোদির মনে এর চেয়ে ভয়ংকর রোগ বাসা বেধেছে।’
তবে ভারতীয়রা আফ্রিদির এই মন্তব্য স্বভাবতই স্বাভাবিকভাবে নেয়নি। ভারতীয় ক্রিকেটাররাসহ নানা পেশার লোকজন আফ্রিদির এই মন্তব্যের বিরুপ প্রতিক্রিয়া জানিয়েছে।
আফ্রিদি এর আগে ক্রিকেটে ভারত-পাকিস্তানের বৈরী সম্পর্ক নিয়েও মোদিকে দোষারোপ করেন। আফ্রিদি সরাসরি বলেন, ‘যতদিন মোদি ক্ষমতায় আছে, ভারত-পাকিস্তান সম্পর্কের উন্নতি হবেনা।’
বাংলাদেশ সময়: ১০:৪৫ এএম
নিউজক্রিকেট/এমএস