করোনার কারণে বদলাতে হবে মালিঙ্গার রান-আপ

নিউজ ডেস্ক »

শ্রীলঙ্কার কিংবদন্তি ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গা বল করার জন্য প্রস্তুত। কিন্তু বল হাতে দৌড় শুরু করার আগে মালিঙ্গা বলে চুমু খান। তবে সাবেক বিশ্বসেরা ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে টুইট বার্তায় মালিঙ্গাকে উদ্দেশ্য করে বলেন, ‘আইসিসির নতুন নিয়মে বিশেষ কাউকে তার রান-আপ বদলাতে হবে।’

শচীনের এই কথার পেছনে কারণ হল বৈশ্বিক মহামারী করোনা পরবর্তী ক্রিকেটে স্বাস্থ্যবিধি মেনে চলতে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি প্রয়োগ করতে যাচ্ছে নতুন কিছু নিয়ম-কানুন। এর মধ্যে একটি নিয়ম হল বলে মুখের থুতু বা লালা লাগানো যাবেনা। বলে চুমু খেতে গেলে থুতু বা লাগার সম্ভাবনা রয়েছে।

তাই শচীন টেন্ডুলকার মনে করেন, নতুন নিয়ম মানতে মালিঙ্গাকে তার রান-আপের ধরণ পাল্টাতে হবে। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ক্রিকেটারদের এমন অনেক অভ্যাসই পাল্টাতে হবে তা অনুমেয়।

এদিকে বোলিং করার জন্য বল হাতে দৌড় শুরু করার আগে বাংলাদেশের তরুণ অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনের বলে চুমু খাওয়ার অভ্যাস রয়েছে। এখন দেখার বিষয় ক্রিকেটাররা তাদের পুরোনো অভ্যাস কতটুকু নিয়ন্ত্রণে রাখতে পারে।

নিউজক্রিকেট/এসএস

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »