নিউজ ডেস্ক »
করোনার ভয়াবহতা সারা বিশ্বের মতো ছড়িয়ে পড়েছে ক্রিকেটেও বিভিন্ন দেশের খেলোয়াড় সহ ক্রিকেটের সঙ্গে জড়িত অনেকেই আক্রান্ত হচ্ছেন এই ভাইরাসে। সবশেষ পাকিস্তানের সাবেক ওপেনার তৌফিক উমর করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
সাবেক এই পাকিস্তানি ওপেনার জাতীয় দলের হয়ে ৪৪ টি টেস্ট ও ২২ টি ওডিয়াই খেলেছেন।২০০১ সালে বাংলাদেশের বিপক্ষে টেস্ট ডেব্যু হওয়া উমর ৪৪ টেস্টে ৭ শতক ও ১৪ টি অর্ধশতকে ২৯৬৩ রান করেন উমর যার মধ্যে সর্বোচ্চ ইনিংস ২৩৬ রানের। এছাড়া ওয়ানডেতে ২২ ম্যাচে ৩ ফিফটিতে করেন ৫০৪ রান সর্বোচ্চ অপরাজিত ৮১। জাতীয় দলের হয়ে খেলার সুযোগ হয়নি কোনো টি-২০ ম্যাচ। পাকিস্তান জাতীয় দল ছাড়াও তিনি নিষিদ্ধ লিগ আইসিএল ও খেলেছিলেন লাহর বাদশাহর হয়ে।শেষ ২০১৪-১৫ তে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে ডাক পেয়েছিলেন তিনি।
করোনার প্রকোপ ক্রীড়াঙ্গনেও এখন প্রভাব বিস্তার করছে। আর এমন অবস্থা চলতে থাকলে ক্রিকেটেই ফিরতে তো সময় লাগবেই এছাড়া বড় রকমের বিপর্যস্ত হতে পারে ক্রীড়াঙ্গন।
বাংলাদেশ সময়ঃ ৩:৪০ পিএম
নিউজক্রিকেট/এইচএএম