নিউজ ডেস্ক »
করোনা ভাইরাসের আক্রমণে দিশেহারা পাকিস্তান ক্রিকেট বোর্ড। স্কোয়াডে ১০ জন ক্রিকেটারের কোভিড-১৯ পজিটিভ আসায় বেশ চিন্তায় পরেছে পিসিবি। এরই মধ্যে কোভিড-১৯ আক্রান্তদের অবহেলার অভিযোগ উঠেছে পিসিবির চিকিৎসকদের বিরুদ্ধে।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এর সাবেক নির্বাচক ইনজামাম উল হক তার নিজের ইউটিউব চ্যানেলে পিসিবির চিকিৎসকদের এই অবহেলার অভিযোগ আনেন। এসময় তিনি জানান করোনা আক্রান্ত খেলোয়াড়দের ফোনও ধরছেননা তারা। ইনজামাম বলেন, ‘যাদের করোনা হয়েছে তাদের মনে হতেই পারে এই কঠিন সময়ে পিসিবি তাদের সাহায্য করছে না। আমার কিছু সূত্র জানিয়েছে, পিসিবির চিকিৎসক দল নাকি এই খেলোয়াড়দের ফোন ধরছেন না গত কয়েকদিন ধরে। এটা খুবই বাজে আচরণ।’
পিসিবির কোভিড-১৯ পরিক্ষার প্রথম ধাপে আক্রান্ত হয় মাত্র ৩ জন ক্রিকেটার। তবে পরেরদিন আসা ফলাফলে হাফিজসহ আরও ৭ জন ক্রিকেটারের কোভিড-১৯ পজিটিভ আসলে বিপাকে পরে পিসিবি। গতকাল আবার দ্বিতীয় ধাপের পরীক্ষায় এদের মধ্যে হাফিজ, রিয়াজ, জামান, শাদাব, রিজওয়ান ও হাসনাইন নেগেটিভ প্রমাণিত হয়েছেন।
মোহাম্মদ হাফিজ এই নিয়ে মোট ৪ বার কোভিড-১৯ পরিক্ষা করান। এতে দুবার পজিটিভ এবং দুবার নেগেটিভ রেজাল্ট আসে। বিষয়টি পিসিবির কোভিড-১৯ পরিক্ষাকে প্রশ্নবিদ্ধ করেছে অনেকটাই। আক্রান্ত খেলোয়াড়দের নিজেদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হলো কেনো সেই প্রশ্নও রেখেছেন ইনজামাম। একাডেমিতে রেখে চিকিৎসা দেয়া উচিৎ ছিলো বলে মনে করেন সাবেক এই নির্বাচক। ইনজামামের ভাষায়, ‘আমি পিসিবিকে বলব এসব খেলোয়াড়কে দেখে রাখতে। সেটা না করলেই হাফিজের করোনা পরীক্ষা করার মতো ঘটনা ঘটবে। বোর্ডের উচিত ছিল যাদের করোনা পজিটিভ এসেছে তাদের জাতীয় ক্রিকেট একাডেমিতে রাখা, কারণ সেখানে যথেষ্ট জায়গা আছে। ওদের নিজ নিজ বাড়িতে থাকতে বলার দরকার ছিল না। ওরা আমাদেরই খেলোয়াড় এবং ওদের দেখভাল করা উচিত যেন পুরোপুরি সুস্থ হয়ে ওঠে।’
নিউজ ক্রিকেট/কেএমএএইচ