করোনামুক্ত হয়ে দলে যোগ দিচ্ছেন তিন পাকিস্তানি ক্রিকেটার

নিউজ ডেস্ক »

করোনাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে টেস্ট এবং টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল এখন অবস্থান করছে ইংল্যান্ডে। ইংল্যান্ড সফরকে সামনে রেখে ৩০ সদস্যের বিশাল দল ঘোষণা করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড(পিসিব)। মরণঘাতী কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হওয়ায় প্রথম দফায় সফরে দলের সঙ্গে যেতে পারিনি বেশ কিছু ক্রিকেটার। এবার করোনা মুক্ত হয়ে দলের সঙ্গে যোগ দিতে যাচ্ছে তিন ক্রিকেটার কাশিফ ভাট্টি, হায়দার আলী এবং ইমরান খান।

সফর শুরুর আগে ২ দফায় করোনা ভাইরাসের টেস্ট করা হয় স্কোয়াডে থাকা ৩০ জন ক্রিকেটারদের। এদের মধ্যে কিছু ক্রিকেটার প্রথম দফার টেস্ট পজিটিভ আসলেও দ্বিতীয় দফার নেগেটিভ আসে অল্প কয়দিনের ব্যবধানেই। করোনা টেস্টের এই পজিটিভ-নেগেটিভ নাটকের কারণে গত ২৯ জুন স্কোয়াডের ১০জন ক্রিকেটারকে ছাড়াই ইংল্যান্ডে পাড়ি জমায় পাকিস্তান দল।

কোভিড-১৯ টেস্টের জটিলতা কাটিয়ে ২য় দফায় আরো ছয় ক্রিকেটার ইতোমধ্যে দলের সঙ্গে যো দিয়েছেন। বাকি থাকা ৪ ক্রিকেটার হারিস রউফ, কাশিফ ভাট্টি, হায়দার আলী এবং ইমরান খানকে ৩য় দফায় কোভিড-১৯ টেস্ট করা হলে এদের মধ্যে হারিস রউফ আবারো করোনা পজিটিভ হয়৷

বাকি তিন ক্রিকেটারের করোনা নেগেটিভ হওয়ায় আগামীকাল (৮জুলাই) মূল দলের সঙ্গে যোগ দিবেন। এদিকে পেসার হারিস রউফকে রাখা হয়েছে আইসোলেশনে।

নিউজক্রিকেট/এমএস

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »