করোনাঃ চা শ্রমিকদের পাশে বিসিবি

নিউজ ডেস্ক »

করোনা ভাইরাসের মোকাবেলায় এবার সিলেটের দুঃস্থ অসহায় চা শ্রমিকদের পাশে দাড়িয়েছে বিসিবি। করোনা ভাইরাসের কারণে লকডাউনে কাজ হারিয়ে অসহায় জীবন যাপন করা এসমস্ত মানুষদেরকে সাহায্য তুলে দেন বিসিবি পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল।

বুধবার (৬’ই মে) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম চত্বরে শতাধিক শ্রমিকদের হাতে খাবার সামগ্রী তুলে দেন বিসিবি পরিচালক। করোনা মোকাবেলায় কঠিন সময় কাটানো এসকল মানুষদের সহযোগিতার জন্যই এমন উদ্যোগ বিসিবির।

এছাড়াও করোনা ভাইরাসের মোকাবেলায় বিভিন্ন বোর্ড হিমসিম খেলেও বিসিবি এখনও মাথা উঁচু করেই দাড়িয়ে আছে। খেলোয়াড়সহ ক্রিকেট সংশ্লিষ্টদের ছাড়াও সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন দুঃস্থ এবং অসহায় মানুষদের দিকেও।

এর আগে চুক্তিবদ্ধ খেলোয়াড়দের ছাড়াও ঘরোয়া ক্রিকেটার, টিমবয়, মাঠ কর্মীদের এককালীন অর্থ সহযোগিতা করে নিজেদের সক্ষমতার চূড়ান্ত নিদর্শন দেখিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ।

বাংলাদেশ সময়: ১২:০৫ পিএম

নিউজ ক্রিকেট২৪ / কেএমএএইচ

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »