নিউজ ডেস্ক »
করোনা ভাইরাসের কারণে এবার স্থগিত হলো সাউথ আফ্রিকান মহিলা ক্রিকেট দলের ওয়েস্ট ইন্ডিজ সফর। এবং সাউথ আফ্রিকা এ-দলের সফরও আপাতত স্থগিত ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডাব্লিউআই)।
আইসিসির ফিউচার ট্যুর প্ল্যান (এফটিপি) সূচি অনুযায়ী চলতি মাসের শেষের দিকে ৫ ম্যাচের ওডিআই সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজে পাড়ি জমানোর কথা ছিলো সাউথ আফ্রিকার নারী ক্রিকেটারদের। এবং আগামী জুনে সাউথ আফ্রিকা এ-দলেরও ওয়েস্ট ইন্ডিজ সফরের কথা ছিলো। তবে করোনা ভাইরাসের ভয়াবহতা মাথায় রেখে এবার সেটিকে স্থগিত করার বিষয়ে একাত্ম প্রকাশ করেছে উভয় ক্রিকেট বোর্ড।
করোনা ভাইরাসের এই মূহুর্তে সফর করা খেলোয়াড়দের স্বাস্থ্যঝুঁকিতে ফেলবে বলেই এই সফর বাতিল হয়েছে বলে জানান ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের সিইও জনি গ্রেভ। জনি গ্রেভ বলেন,’ সুরক্ষা ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডাব্লিউআই) এবং ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ) উভয়েরই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান কোভিড-১৯ এর জন্য ভ্রমণ বিধিনিষেধের ফলে আমাদের পক্ষে যা পরিকল্পনা করা হয়েছিল তা কার্যকর সম্ভব নয়। আমরা এই গ্রীষ্মের শেষের দিকে পুরুষদের সফর হোস্টিংয়ের সম্ভাব্যতার বিষয়ে সিএসএ’র (ক্রিকেট সাউথ আফ্রিকা) সাথে আমাদের আলোচনা চালিয়ে যাচ্ছি এবং মহিলাদের এবং ‘এ’ টিম সফরের নতুন তারিখের বিষয়ে যথাযথ আলোচনা করব। ‘
এছাড়া ক্রিকেট সাউথ আফ্রিকার ভারপ্রাপ্ত সিইও জ্যাক ফাউল সফর বাতিলে নিজের হতাশা প্রকাশ করেন। তবে প্রকৃতির নিয়মকে অগ্রাহ্য করতে চাননা এই ভারপ্রাপ্ত সিইও। জ্যাক ফাউল বলেন, ‘এটি হতাশার পরিস্থিতি যেখানে ক্রিকেট বিশ্বজুড়ে নিজেকে আবিষ্কার করে। তবে কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলির মুখোমুখি হতেই হয় এবং আমাদের খেলোয়াড় এবং সহায়তা কর্মীদের সুস্থতা সবসময় প্রথমে আসে। আমাদের পুরুষ এবং মহিলা উভয়ই জাতীয় দল যত তাড়াতাড়ি সম্ভব খেলার মাঠে ফিরে আসতে আগ্রহী।’
নিউজ ক্রিকেট২৪ / কেএমএএইচ