কত টাকা পাচ্ছে বিপিএল চ্যাম্পিয়ন দল?

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের ফাইনালে শিরোপা জয়ের লক্ষ্যে আজ মাঠে নামবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও সিলেট স্ট্রাইকার্স। এর আগে কুমিল্লা তিনবার শিরোপা জিতেছে, অন্যদিকে এবারই প্রথম বিপিএলের শিরোপা জয়ের সুযোগ সিলেটের।

চলতি আসরের ফাইনাল ম্যাচে প্রাইজমানি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিসিবি।

বিপিএলের এবারের আসরের চ্যাম্পিয়ন দলকে দুই কোটি টাকার প্রাইজমানি দেওয়া হবে। অন্যদিকে, রানার্স আপ দল পাবে এক কোটি টাকা। ফাইনালের সেরা খেলোয়াড় পাবেন পাঁচ লাখ টাকা পুরস্কার।

টুর্নামেন্টের সেরা ফিল্ডার পাবেন তিন লাখ টাকা, সর্বোচ্চ রান স্কোরার পাবেন পাঁচ লাখ টাকা, সর্বোচ্চ উইকেট সংগ্রাহক পাবেন পাঁচ লাখ টাকা। এছাড়া প্লেয়ার অব দ্য টুর্নামেন্টকে ১০ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।

এস.আর/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »