নিউজ ডেস্ক »
করোনার প্রকোপ কাটিয়ে মাঠে ফিরতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২ টেস্ট আর ৩ ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট আবারো শুরু করবে বাংলাদেশ। আসন্ন এই সিরিজে পূর্ণ শক্তির দল নিয়ে আসছে না ওয়েস্ট ইন্ডিজ দল।
আর ওয়েস্ট ইন্ডিজ পূর্ণ শক্তির দল না পাঠানোর কারণে হতাশ বাংলাদেশ দলের প্রধান নির্বাচক হাবিবুল বাশার। ওয়েস্ট ইন্ডিজ এই মহামারীর মধ্যে ক্রিকেট খেলে বেড়িয়েছে বিভিন্ন দেশে। তাই তারা বাংলাদেশে আসলে কোনো সমস্যা হতো না বলেই মনে করেন বাশার।
তিনি বলেন,’‘আমরা সফলভাবে দুইটি টুর্নামেন্ট আয়োজন করেছি। কোনো খেলোয়াড়, কোনো অফিসিয়াল করোনায় আক্রান্ত হয়নি এ সময়ে। স্বাভাবিকভাবেই আমরা বলতে পারি আমরা সচেতন। সেক্ষেত্রে আমরা এখানে যে কোনো দলকে আমরা আতিথেয়তা দিতে পারি। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া সবখানেই খেলা হচ্ছে। ওয়েস্ট ইন্ডিজ বেশ কয়েকটি সফর করলো। তারা নিউজিল্যান্ড সফর করে এলো। এর আগে ইংল্যান্ডে গিয়েছিল। ইংল্যান্ড যে প্রটোকল অনুসরণ করেছে, আমরাও সেটা করেছি।সেক্ষেত্রে আমাদের এখনে সফর করা ঝুঁকির কিছু ছিল না। এজন্য আমি বলবো এটা কিছুটা দুঃখজনক।’’
ওয়েস্ট ইন্ডিজ পূর্ণ শক্তির দল নিয়ে না আসলেও বাংলাদেশ এই সিরিজে কোনো পরীক্ষা-নিরীক্ষা চালাবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচক। মূলত জেতার কথা চিন্তা করেই সেরা দল নিয়ে মাঠে নামতে চায় বাংলাদেশ।
বাশারের ভাষ্য,’‘পরীক্ষা-নিরীক্ষার সুযোগ নেই। আমরা আমাদের সেরা দল নিয়ে মাঠে নামবো। এটা টেস্ট চ্যাম্পিয়নশিপের টেস্ট। আমাদেরকে অবশ্যই জেতার চিন্তা করতে হবে। কে আসল, কে না আসল এটা দল নির্বাচনে প্রভাব ফেলবে না।’’