নিউজ ডেস্ক »
পাকিস্তানের পেস অ্যাটাকের অন্যতম সেরা অস্ত্র ওয়াহাব রিয়াজ। তবে সাদা বলের ক্রিকেটে মনযোগ দিতেই গত বছরের শেষ দিকে টেস্ট ক্রিকেটকে বিদায় জানান তিনি। আসন্ন ইংল্যান্ড সফরে হুট করেই সিদ্ধান্ত বদলে লাল বলের ক্রিকেটে ফেরার ইচ্ছা পোষণ করেছেন রিয়াজ। আর তার এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন বোলিং লিজেন্ড শোয়েব আখতার। তার এমন ইচ্ছাকে সাধুবাদ জানিয়ে শোয়েব আখতার এক টুইট করেছেন।
টুইটে শোয়েব বলেন, ‘তোমার টেস্ট ক্রিকেটকে ফেরার ইচ্ছা ও পাকিস্তানকে প্রাধান্য দেওয়ার বিষয়টিকে সাধুবাদ জানাই। তুমি ইংলিশ কন্ডিশনে ভালো কিছুই করবে ইনশাআল্লাহ।’
এদিকে ওয়াহাব রিয়াজ টেস্টে ফেরার বিষয়ে বলেন, ‘আমি সাদা বল কিংবা লাল বলের ক্রিকেটে আলাদা ভাবে ফোকাস করার চেয়ে দেশকে প্রতিনিধিত্ব করার ব্যাপারে ফোকাস করছি। প্রায় বেশ কিছুদিন আমি টেস্ট খেলিনি। আমি সহজ পথের চেয়ে আমার দলের চাহিদাকেই প্রাধান্য দিচ্ছি। পেশাদার খেলোয়াড় হিসেবে আমি চ্যালেঞ্জ নিতে প্রস্তত।’
নিউজক্রিকেট/এইচএএম