ওয়ালস-এম্ব্রোস জুটিকে টপকে গেলেন সাউদি-বোল্ট জুটি।

মোহাম্মদ সোহেল »

টেস্ট ক্রিকেটের অন্যতম সৌন্দর্যময় বিষয় ফাস্ট  বোলিং জুটি। উইকেটের ২ প্রান্ত থেকে জুটি গড়ে টানা বল করে ব্যাটসম্যানদের অসস্তিতে ফেলে উইকেট তুলে নেওয়াই তাদের কাজ। ওয়ালস-এম্ব্রোস, ওয়াসিম-ওয়াকার, ডোনাল্ড-পোলক, ব্রড-এন্ডারসন জুটির তাণ্ডবলীলা দেখেছে বিশ্ব। কিন্তু বর্তমানে তারা অতীত। বর্তমানে তাদের ই পথে হাটছেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট ও টিম সাউদি। বোল্ট-সাউদি জুটি ৪২৬ উইকেট নিয়ে সর্বকালের সেরা জুটি ওয়ালস-এম্ব্রোসের ৪১২ উইকেটের অনবদ্য জুটিকে টপকে ৩য় স্থানে অবস্থান করছে।

গত পরশুদিন ওয়েলিংটনে ভারতকে উড়িয়ে দিয়ে টানা ৭ ম্যাচ, টেস্ট চ্যাম্পিয়নশিপের ১ম হারের স্বাদ পাইয়ে দেন বোল্ট-সাউদি জুটি। এই টেস্টে তারা ২জন মিলে নিয়েছেন ২০৬ রানের বিনিময়ে ১৪ উইকেট। বোল্ট ইঞ্জুরি কাটিয়ে ফিরেছেন দলে এবং সাউদি ও ভারতের বিপক্ষে ওডিয়াই সিরিজে খুব একটা ছন্দে ছিলেন না।তবে সঙ্গীকে পেয়ে সাউদি হয়ে উঠেন আরো ভয়ংকর।ভারতের ২য় ইনিংসে ৫ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচ সেরা।

বোল্ট-সাউদি জুটিকে টেস্টে বর্তমানে বিশ্বের সেরা জুটি, তাদের পরিসংখ্যানও তাই বলে।
২জন একসাথে খেলেছেন ৫৪ টেস্ট,শিকার করেছেন ২৬ গড়ে ৪২৬ উইকেট।তারা একত্রে কতটা ভয়ংকর তা তাদের পরিসংখ্যানই বলে। ৪২৬ উইকেটের মধ্যে বোল্টের অবদান ২১৪ এবং সাউদির অবদান ২১২। তাদের বোলিং গড় ও স্ট্রাইক রেট প্রায় সমানে সমান। বোল্ট যেখানে ২৬.২৫ গড়ে উইকেট নিয়েছেন, সাউদির গড় ২৬.৭৭। উইকেট ও গড়ে সমানে সমান প্রমাণ করে তারা যখন মাঠে খেলে, তখন একজন উইকেট পেলে আরেকজনের উইকেট শিকারের নেশা বেড়ে যায়। যার ফল হিসেবে নিউজিল্যান্ড পেয়েছে তাদের শততম জয়।

উইকেট শিকারের দিক থেকে বোল্ট-সাউদি জুটির উপরে রয়েছে শুধু ২টি জুটি। ৭১৪ উইকেট নিয়ে সবার উপরে আছেন ইংলিশ ব্রড-এন্ডারসন জুটি। একত্রে ৪৭৬ উইকেট নিয়ে ২য় স্থানে অবস্থান করছে ওয়াসিম-ওয়াকার জুটি।

বোল্ট এবং সাউদি যে সাড়ে আট বছরে এক সাথে খেলছেন, সেখানে নিউজিল্যান্ডের টেস্টের ফলাফল তুলনামূলকভাবে ভাল হয়েছে।বোল্ট-সাউদি জুটির একত্রে খেলা ম্যাচ গুলোর মধ্যে নিউজিল্যান্ড মাত্র ১৫ হারের বিপরীতে জয় পেয়েছে ২৮ টি। অন্যদিকে বোল্ট-সাউদির এককভাবে খেলা ম্যাচগুলোর মধ্যে ১২ হারের বিপরীতে জয় পেয়েছে মাত্র ৩ টি ম্যাচে। এতেই প্রমাণ হয় সঙ্গী গুনে লোহা জলে ভাসে অর্থাৎ সঙ্গীকে পেলে বোল্ট-সাউদি অনেক ভয়ংকর হয়ে উঠে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »