ওয়ার্নারের চোখে সেরা আইপিএল একাদশ!

নিউজ ডেস্ক »

জাতীয় দলের জার্সি হোক কিংবা যতগুলো ফ্র্যাঞ্জাইজি ভিত্তিক ক্রিকেট দল রয়েছে, বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে বিবেচিত হোন ডেভিড ওয়ার্নার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ইতিহাসেরও অন্যতম ধারাবাহিক সেরা ব্যাটসম্যান তিনি। এখন অবসরে রয়েছেন আর এ সময় কথা বলেছেন ধারাভাষ্যকার হার্শা ভোগলের সাথে। সেখানে আইপিএলের নিজের পছন্দের সেরা একাদশ সাজিয়েছেন ওয়ার্নার।

তার একাদশে ওপেনিংয়ে নিজের সঙ্গে রেখেছেন রোহিতকে। তিন ও চারে যথাক্রমে কোহলি ও সুরেশ রায়না। বড় শটর্স খেলার জন্য অলরাউন্ডার হিসেবে পরের স্থানে তার আইপিএল সতীর্থ হার্দিক পান্ডিয়া ও গ্লেন ম্যাক্সওয়েল। উইকেটরক্ষক ও ফিনিশার হিসেবে সাতে ধোনি। পেসার হিসেবে আছে মিচেল স্টার্ক, জসপ্রিত বুমরাহ, আশিষ নেহরা। স্পিনার রেখেছেন একজন। হয় যুজুবেন্দ্র চাহাল নয়তো কুলদীপ যাদব।

ওয়ার্নারের সেরা আইপিএল একাদশ:
ডেভিড ওয়ার্নার, রোহিত শর্মা, বিরাট কোহলি, সুরেশ রায়না, হার্দিক পান্ডিয়া, গ্লেন ম্যাক্সওয়েল, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক) মিচেল স্টার্ক, জসপ্রিত বুমরাহ, আশিষ নেহরা, যুজুবেন্দ্র চাহাল/কুলদীপ যাদব।

বাংলাদেশ সময়: ২:২৫ পিএম

নিউজক্রিকেট/এসএস

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »