ওয়ানডে দলের সাথে সিলেট যাচ্ছেন বিপ্লব-নাঈম!

শোয়েব আক্তার »

সফরত জিম্বাবু‌য়ের বিপ‌ক্ষে ‌তিন ম্যা‌চের ও‌ডিআই সি‌রিজ খেল‌তে সন্ধ্যায় সি‌লেট যা‌বে বাংলাদেশ ক্রি‌কেট দল। ইতোম‌ধ্যে মাশরা‌ফি বিন মতুর্জার নেতৃত্ব ১৬ সদ‌স্যের ওয়ান‌ডে দল ঘোষণা ক‌রে‌ছে বি‌সি‌বি। ত‌বে, ঘোষিত দ‌লের বাই‌রে দ‌লের সা‌থে সি‌লেট যা‌চ্ছেন এখনও কোন আন্তর্জা‌তিক ও‌ডিআই না খেলা নাঈম হাসান ও আমিনুল ইসলাম বিপ্লব।

এখন পর্যন্ত পাঁচটি টেস্ট খে‌লে‌ছেন নাঈম। জিম্বাবু‌য়ের বিপ‌ক্ষে ঢাকা টে‌স্টে নয় উইকেট নি‌য়ে দ‌লের জ‌য়ে গুরুত্বপূর্ণ ভূ‌মিকা রা‌খেন তি‌নি। অন্য‌দি‌কে লেগ স্পিনার তকমা নি‌য়ে ইতোম‌ধ্যে ছয়‌টি টি-২০ ম্যাচ খেলা আমিনুল ইসলাম বিপ্লব ও দ‌লের স‌ঙ্গে সি‌লেট যা‌বেন।

বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ১লা মার্চ। সিরিজের বাকি দুটি ম্যাচ মাঠে গড়াবে যথাক্ররম ৩ ও ৬ মার্চ। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ওয়ানডে সিরিজ শেষে আবারো ঢাকায় ফিরবে দুই দল। মিরপুরে মাঠে গড়াবে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »