সাজিদা জেসমিন »
মাহমুদউল্লাহ রিয়াদ বাংলাদেশ ক্রিকেটের সাইলেন্ট কিলার৷ নিজের ঠান্ডা মাথায় খেলা ইনিংস আর একাগ্রতায় ইতিমধ্যেই পঞ্চপান্ডবের একজনের তকমা পেয়েছেন। দলের দুর্দিনে তার খেলা কার্যকরী ইনিংসগুলো আসলেই প্রশংসার যোগ্য। যদিওবা সাম্প্রতিক সময়ে তেমন একটা আগ্রাসীরূপে দেখা যায়না তাকে৷ তারপরও থেমে নেই রানের চাকা।
বেশ অনেকটা সময় পর দেশের মাটিতে ফিরেছে ওয়ানডে ক্রিকেট৷ জিম্বাবুয়ের বিপক্ষে সিলেটের মাটিতে ৩ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে টাইগাররা। আর প্রথম ম্যাচে নতুন রেকর্ডের পাতায় নাম লেখালেন রিয়াদ। সতীর্থ সাকিব,মুশফিক, রিয়াদের পর চতুর্থ বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে চার হাজার রানের মাইলফলক অতিক্রম করেছেন রিয়াদ৷
একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে এই মাইলফলক অতিক্রম করার জন্য আজকের ম্যাচের পূর্বে মাত্র ৬টি রান দূরে ছিলেন রিয়াদ। ইনিংসের ৩৮তম ওভারে খেলতে নেমেই পূর্ণ করেন ৪০০০ রানের গন্ডি। আর এই মাইলফলক অতিক্রম করতে রিয়াদ খেলেছেন ১৮৬টি ম্যাচ, ইনিংসের হিসেবে ১৬১ ইনিংস।