নিউজ ডেস্ক »
টেস্ট ক্রিকেটের সবচেয়ে আন্ডাররেটেড বোলারের নাম আসলে অবশ্যই সবার উপরের নামটি হবার কথা নেইল ওয়েগনারের। অন্যান্য ক্রিকেটারের মতো তাকে নিয়ে খুব একটা আলোচনায় হয় না।তবে সাদা বলের ক্রিকেটে তার পরিসংখ্যান ই বলে দেয় তিনি কতটা ভয়ংকর। ২০১২ সালের ১২ জুলাই উইন্ডিজের বিপক্ষে অভিষেক হওয়া ওয়েগনার তার ৪৮ টেস্টে নিয়েছেন ২০৬ উইকেট যার মধ্যে ৫ উইকেট নিয়েছেন ৯ বার। ক্যারিয়ার সেরা স্পেল ৩৯ রানে ৭ উইকেট। তার পরিসংখ্যান ই বলে দেয় টেস্ট ক্রিকেটে কতটা উজ্জ্বল এই ৩৪ বছর বয়সী কিউই পেসার।
সম্প্রতি কেন উইলিয়ামসনের সাথে লাইভ শো তে তামিম ইকবাল জানিয়েছেন, ‘নেইল ওয়েগনার যা করছে তা ঠিক নয়।’ আর তামিম ই একা নয় যে ওয়েগনারকে খেলতে পছন্দ করেন না। গতবছর হ্যামিল্টন টেস্টে ওয়েগনার একের পর এক বাউন্স দিয়ে যাচ্ছিলো আর তামিমও ডাক করছিলো।ওয়েগনারের বাউন্সার ক্রমাগত ছেড়ে দেওয়ার ফলে ওয়েগনার তাকে লক্ষ্যে করে বলে যে, ‘ তুমি কি আরো ডাক করতে প্রস্তুত? তোমার হ্যামস্ট্রিং কি সেটার জন্য প্রস্তুত?’
তবে সেই সাথে উইলিয়ামসনকে তামিম জানান যে, ওয়েগনার অবশ্যই অসাধারণ বল করছে। শুধু তামিম ই নন শেষ নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া সিরিজে ম্যাথু ওয়েডকেও কম ভোগাননি তিনি। গতি আর বাউন্সারে ওয়েডকে দিশেহারা করেছিলেন নেইল। শুধু ওয়েড বা তামিম ই নয় বিশ্বের অনেক বাঘা বাঘা ব্যাটসম্যানকেও তার গতি আর বাউন্সারে পরাস্থ করেছেন ৩৪ বছর বয়সী এই কিউই পেসার।
বাংলাদেশ সময়: ৪:৩০ পিএম
নিউজক্রিকেট/এইচএএম