নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ব্লোয়েমফন্টেইনে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে অস্ট্রেলিয়া। প্রোটিয়াদের ১২৩ রানের বড় ব্যবধানে হারিয়েছে অজিরা।
টস হেরে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ১০৯ রানে যোগ করেন দুই অজি ওপেনার ওয়ার্নার ও হেড। ৬৪ রান করে হেড আউট হন। এরপর ওয়ার্নার ও লাবুশানে তৃতীয় উইকেট জুটিতে ১৫১ রান যোগ করেন। ওয়ার্নার ওয়ানডে ক্যারিয়ারের ২০তম সেঞ্চুরির দেখা পান। ১০৪ রান করে আউট হন ওয়ার্নার। লাবুশানে ওয়ানডে ক্যারিয়ারে দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন। ক্যারিয়ার সেরা ১২৪ রানের ইনিংস খেলে আউট হন তিনি। শেষ দিকে জশ ইংলিসের ৫০ রানের ইনিংসে ৮ উইকেটে ৩৯২ রানের বিশাল সংগ্রহ পায় অস্ট্রেলিয়া।
জাবাবে ব্যাট করতে নেমে ৪১ দশমিক ৫ ওভারে ২৬৯ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। ডি কক ৪৫, বাভুমা ৪৬, হেইনরিচ ও ডেভিড মিলার দুজনেই ৪৯ রান করেন। অজি বোলার জাম্পা ৪ উইকেট নেন।