ওয়ানডে সিরিজ খেলা হচ্ছে না আইয়ারের

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠের ওয়ানডে সিরিজ থেকে এবার ছিটকে গেলেন শ্রেয়াস আইয়ার। পিঠের ইনজুরির কারণেই অজিদের বিপক্ষে খেলা হচ্ছে না এই মিডল অর্ডার ব্যাটারের। দীর্ঘ সময় ধরেই পিঠের চোটে ভুগছেন ভারতীয় এ ব্যাটার।

গতকাল বুধবার সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন ভারতের ফিল্ডিং কোচ টি. দিলিপি।

গত জানুয়ারির শেষের দিকে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও পিঠের ইনজুরির কারণেই খেলতে পারেননি ভারতীয় ব্যাটার শ্রেয়াস আইয়ার। এরপরে অস্ট্রেলিয়ার বিপক্ষে নাগপুর টেস্টেও মাঠে নামা হয়নি এ ক্রিকেটারের।

দিল্লিতে বোর্ডার-গাভাস্কার সিরিজের দ্বিতীয় টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন শ্রেয়াস। তবে তেমন কিছু করতে পারেননি তিনি। ইন্দোর ও আহমেদাবাদ টেস্টের একাদশেও রাখা হয় তাকে।

সিরিজের চতুর্থ টেস্টের সময় আবারও জেগে ওঠে তার পিঠের চোট। যার ফলে আহমেদাবাদে ব্যাটিং করতে পারেননি শ্রেয়াস। সেই চোটেই এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলা হচ্ছে না এই মিডল অর্ডার ব্যাটারের।

আগামী শুক্রবার মাঠে গড়াবে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। বাকী দুটি ম্যাচ যথাক্রমে রোববার ও বুধবার অনুষ্ঠিত হবে। এই সিরিজে পারিবারিক কারণে খেলবেন না নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা। এতে তার বদলে ভারতকে নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া।

এস.আর/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »