নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আইসিসি ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান নিয়ে গত কিছু দিন ধরেই চলছে যেন ‘মিউজিক্যাল চেয়ার’ খেলা। সেই পরিক্রমায় এবার ভারতের পেসার মোহাম্মদ সিরাজকে সরিয়ে চূড়ায় উঠেছেন দক্ষিণ আফ্রিকার বাঁহাতি স্পিনার কেশব মহারাজ।
এই নিয়ে গত তিন সপ্তাহে তৃতীয়বারের মতো ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে পরিবর্তন এলো। ১ নভেম্বর শীর্ষে ওঠেন শাহিন শাহ আফ্রিদি। পাকিস্তানের পেসারকে হটিয়ে ৮ নভেম্বর চূড়ায় ওঠেন সিরাজ।
সাধারণত প্রতি সপ্তাহের বুধবার ছেলেদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করে থাকে আইসিসি। এবার তা ঘোষণা করা হয়েছে এক দিন আগেই, বিশ্বকাপের প্রথম সেমি-ফাইনালের আগের দিন।
দুই নম্বর থেকে শীর্ষে উঠেছেন মহারাজ। গত বুধবার র্যাঙ্কিংয়ের সবশেষ হালনাগাদের পর ৩ ম্যাচে ৭ উইকেট নিয়েছেন তিনি। এর মধ্যে পুনেতে নিউ জিল্যান্ডের বিপক্ষে আছে ৪ উইকেট। ভারতের বিপক্ষে স্রেফ ৩০ রান দিয়ে ১ উইকেট নেওয়ার পর আফগানিস্তানের বিপক্ষে তিনি শিকার ধরেন ২টি।
দুইয়ে নেমে যাওয়া সিরাজ ভারতের সবশেষ তিন ম্যাচে নিয়েছেন ৬ উইকেট। রেটিং পয়েন্টে মহারাজের খুব বেশি পেছনে অবশ্য নেই ভারতের এই পেসার। দুজনের ব্যবধান কেবল ৩ পয়েন্টের। সিরাজের দুই সতীর্থ পেসার জাসপ্রিত বুমরাহ চারে ও কুলদিপ ইয়াদাভ পাঁচে আছেন।