নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
টি২০ বিশ্বকাপ ২৪ জয়ের পর জিম্বাবুয়ের বিপক্ষেও ৪-১ ব্যবধানে টি২০ সিরিজ জিতেছে ভারত। সফলতার ধারাবাহিকতায় চলতি মাসে শ্রীলংকায় টি২০ ও ওয়ানডে সিরিজ খেলতে যাবে বিশ্ব চ্যাম্পিয়নরা।
সিরিজের ম্যাচ ও ভেন্যু নির্ধারণ হয়ে গেলেও এখনো দল ঘোষণা করেনি কোন দলই। লংকান প্রিমিয়ার লীগ শেষে শ্রীলংকার দল ঘোষণা করা হবে। ভারতের দলও শীঘ্রই ঘোষণা করা হবে। তবে নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা দলকে নেতৃত্ব দেবেন নাকি, তারুণ্য নির্ভর দল পাঠানো হবে শ্রীলংকায় তা এখনো নিশ্চিত নয়।
আগামী ২৭ জুলাই পাল্লেকেলের ম্যাচ দিয়ে মাঠে গড়াবে তিন ম্যাচ টি২০ সিরিজ। টি২০ সিরিজ শেষে আগামী ২ আগষ্ট কলম্বোর ম্যাচ দিয়ে মাঠে গড়াবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
এ দিকে লংকান প্রিমিয়ার লীগের প্লে অফের চার দল নিশ্চিত হয়েছে। আগামীকাল থেকে মাঠে গড়াবে কোয়ালিফায়ার ম্যাচ এবং ২১ জুলাই ফাইনাল ম্যাচ দিয়ে পর্দা নামবে লীগের।