নিউজ ডেস্ক »
৭৭ বছর বয়সে পরপারে পাড়ি জমালেন ভারতীয় কিংবদন্তী স্পিনার রাজিন্দার গোয়েল। রবিবার নিজ গৃহে মারা যান ভারতীয় এই স্পিনার।
ক্যারিয়ারে ভারতীয় জাতীয় দলের জার্সি গায়ে না দিতে পারলেও ঘরোয়া ক্রিকেটে ছিলেন পরিচিত মুখ। ক্যারিয়ারের বেশীরভাগ সময় তিনি খেলেছেন হরিয়ানার হয়ে। রঞ্জি ট্রফির সর্বোচ্চ ৬৩৭ টি উইকেট নিয়ে এখনও সেই রেকর্ডের মালিক রাজিন্দার গোয়েল।
ক্যারিয়ারে ১৫৭টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলে ৭৫০ টি উইকেট শিকার করেছেন রাজিন্দার। এছাড়াও লিস্ট-এ ক্রিকেটে ৮ ম্যাচে ১৪টি উইকেট শিকার করেন রাজিন্দার।
ভারতীয় সাবেক এই ক্রিকেটারের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে ভারতীয় ক্রিকেট পাড়ায়। ভারতীয় কিংবদন্তী শচীন টেন্ডুলকার শোক প্রকাশ করে টুইটারে লেখেন, ‘রাজিন্দার গোয়েল জি’র ইন্তেকালের খবর শুনে দুঃখ পেয়ে গেলাম! রঞ্জি ট্রফিতে তিনি ৬০০ টিরও বেশি (৬৩৭) উইকেট তুলেছিলেন ভারতীয় ঘরোয়া ক্রিকেটের একজন সাহসী। তাঁর আত্মা শান্তিতে থাকুক এবং তাঁর নিকট ও প্রিয়জনদের প্রতি আমার আন্তরিক সমবেদনা।’
নিউজ ক্রিকেট/কেএমএএইচ