ঐতিহাসিক মুলতান টেস্ট জিততে জিততে হেরে যাওয়ার কারণ জানালেন খালেদ মাহমুদ

নিউজ ডেস্ক »

২০০৩ সালে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল প্রথম জয় পাওয়া থেকে মাত্র একটি অসাধারণ বল দুরত্বে ছিল। অর্থাৎ পুরো ম্যাচ অসাধারণ খেলে মাত্র এক উইকেটে হেরে যায় বাংলাদেশ। ১৯৯৯ সালে টেস্ট খেলুড়ে দেশ পাকিস্তানকে ওয়ানডেতে হারানো বাংলাদেশ তাদের কাঙ্ক্ষিত টেস্ট জয়ও পেত পাকিস্তানের বিপক্ষে।

আজ রবিবার বাংলাদেশ জাতীয় দলের নবনিযুক্ত অধিনায়ক তামিম ইকবালের আমন্ত্রণে লাইভ আড্ডায় জয়ের এত কাছে যেয়ে হেরে যাওয়ার কারণ জানালেন তৎকালীন বাংলাদেশ দলের অন্যতম অলরাউন্ডার, বর্তমান ম্যানেজার খালেদ মাহমুদ সুজন। তার মতে অন্যতম কারণ হল মাশরাফি বিন মর্তুজার অনুপস্থিতি। ইনজুরি প্রবণ মাশরাফিকে বড় ধরনের ইনজুরিতে পড়ার ভয়ে সেই ম্যাচে খেলায়নি তৎকালীন কোচ ডেভ হোয়াটমোর। সুজনের আক্ষেপ পুরো সিরিজে অসাধারণ বোলিং করা মাশরাফি থাকলে ম্যাচটা হাতছাড়া হত না।

তাছাড়া চরম বাজে আম্পায়ারিংকেও দায়ী করলেন সুজন। শ্রীলঙ্কান আম্পায়ার অশোকা ডি সিলভা অলক কাপালিকে কট বিহাইন্ড আউট দিয়েছিলেন যা মূলত উইকেট কিপার রশিদ লতিফ মাটি থেকে বল তুলে জোরালো আবেদন করার ফল। এই ন্যাক্কারজনক কাজের জন্য রশিদ লতিফকে কয়েক ম্যাচ নিষিদ্ধ করা হয়েছিল।

এতকিছুর পড়েও বাংলাদেশ জয়ের জন্য মাত্র একটি উইকেট দূরে ছিল। ২৬০ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ৯ উইকেট হারিয়েছিল পাকিস্তান তৎকালীন অধিনায়ক খালেদ মাহমুদ সুজনের অসাধারণ বোলিংয়ে। কিন্তু ইনজামাম উল হকের দৃরতায় কোটি বাঙালি হৃদয়ে জেগে উঠা প্রথম টেস্ট ম্যাচ জয়ের স্বপ্ন ভঙ্গ হয়।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »