নিউজ ডেস্ক »
শ্রীলঙ্কান সাবেক ক্রিকেটার মাহেলা জয়বর্ধনে। ক্রিকেট ক্যারিয়ার তার দুর্দান্ত। শ্রীলঙ্কান ক্রিকেট ইতিহাসের সেরা ক্রিকেটারদের একজন । শ্রীলঙ্কা জাতীয় দলের অধিনায়ক ও ছিলেন তিনি। এবার তিনি দায়িত্ব পেলেন সিংহলিজ স্পোর্টস ক্লাব এসএসসি’র ক্রিকেট কমিটির চেয়ারম্যান।
১৪ জুলাইয়ে সিংহলিজ স্পোর্টস ক্লাবের বার্ষিক সাধারণ সভায় মাহেলা জয়াবর্ধনেকে এই দায়িত্ব দিতে সবাই একমত হয়। জয়াবর্ধনে স্থলাভিষিক্ত হচ্ছন সামান্তা দোদানবেলার। গত ১০ বছর এসএসসির চেয়ারম্যান এর দায়িত্বে ছিলেন তিনি ।এই দায়িত্ব গ্রহণের মাধ্যমে সরাসরি ক্লাবের নির্বাহী কমিটির অংশ হবেন জয়াবর্ধনে।
শ্রীলঙ্কান এই কিংবদন্তি ক্রিকেটার তার ক্রিকেট ক্যারিয়ার শুরু করেন শিংহলিজ ক্লাবের হয়ে। ১৭ বছর বয়স থেকে এই ক্লাবের সাথে মাহেলার পথচলা শুরু । ক্যারিয়ার জুড়ে এই ক্লাবের হয়েই সব প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেছেন তিনি ।সিংহলিজ স্পোর্টস ক্লাব লঙ্কানদের ঘরোয়া ক্রিকেটে সবচেয়ে সফল দল। ৩২ দফা প্রিমিয়ার ট্রফি জিতেছে ক্লাবটি, যার সর্বশেষটি আসে ২০১৬/১৭ মৌসুমে।
এসএসসি জয়াবর্ধনের প্রিয় ভেন্যুর একটি। এই ভেন্যুতেই ১১ টি টেস্ট শতকের দেখা পেয়েছেন তিনি। মাহেলা ২৭ টেস্টে ৭৪.৮৯ গড়ে ২৯২১ রান করেছেন এই ভেন্যুতে। ১৭ ওয়ানডে খেলে ৫২ গড়ে করেছেন ৫২০ রান।এমনিতে ক্রিকেট ক্যারিয়ারে ১৪৯ টেস্ট, ৪৪৮ ওয়ানডে ও ৫৫ টি টি-টোয়েন্টি খেলেছেন এই লঙ্কান কিংবদন্তি। রান করেছেন যথাক্রমে ১১৮১৪, ১২৬৫০ ও ১৪৯৩।
ক্রিকেট ক্যারিয়ার শেষে মাহেলা জয়োবর্ধনে শুরু করেছেন কোচিং ক্যারিয়ার। কোচিং করে বেড়াচ্ছেন বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজির লীগ গুলোতে। সফলতাও ধরা দিচ্ছে তার হাতে। জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লীগ আইপিএলে তিনি হেড কোচের দায়িত্বে আছেন অন্যতম সফল দল মুম্বাই ইন্ডিয়ান্সের। বিপিএলে তিনি টানা দুই আসরে ছিলেন খুলনা টাইটাইন্সের হেড কোচ।বাংলাদেশের প্রধান কোচ হওয়ার জন্যও প্রস্বাব দেওয়া হয়েছিলো তাকে। এবার সিংহলিজ ক্লাবে পেলেন নতুন দায়িত্ব। দেখার বিষয় এই কিংবদন্তী এখানে কতোটা সফলতা পান।
নিউজক্রিকেট/সুফিয়ান