নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আফগানিস্তান বনাম শ্রীলংকার মধ্যকার ম্যাচ দিয়ে দুবাইয়ে এশিয়া কাপের পর্দা উঠেছে। তবে প্রথম ম্যাচেই দেখা গেলো বিতর্কিত কাণ্ড! তা নিয়ে বোশ উত্তাল ক্রিকেট দুনিয়া থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যমও।
ঘটনা শ্রীলংকার ইনিংসের দ্বিতীয় ওভারের শেষ বলে। আফগানিস্তানের পেসার ফজল হক ফারুকির তোপে প্রথম ওভারেই দুই উইকেট হারিয়ে তখন কাঁপছে শ্রীলঙ্কা। বিপদ থেকে উদ্ধারে যিনি হতে পারতেন ভরসা সেই পাথুম নিশানকাই কাটা পড়লেন বিতর্কিত কাণ্ডে! নাবিন উল হকের বলে তার আউটটা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।
নাবিনের বলে খানিকটা এগিয়ে গিয়ে উড়িয়ে মারতে চেয়েছিলেন নিশানকা। তবে ব্যাটে বলে হলো না। বল গিয়ে জমা হলো আফগান কিপার রাহমানুল্লাহ গুবরাজের হাতে। বল ধরেই উল্লাস করতে থাকেন গুরবাজ। আম্পায়ারও আঙ্গুল তুলে দেন। সিদ্ধান্ত সত্যায়িত করতে রিভিউ নেন নিশানকা।
আল্ট্রা এজ প্রযুক্তিতে বল-ব্যাটের কাছাকাছি সময়টাতে উল্লেখযোগ্য স্পাইক দেখা যায়নি। কিন্তু টিভি আম্পায়ার জয়রাম মদনগোপাল দুই-তিনবার দেখেই মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত বহাল রাখেন। তার অবশ্য স্টাম্প মাইকে আরও সাউন্ড শোনার সুযোগ আছে। কিন্তু কট বিহাইন্ডের ক্ষেত্রে আল্ট্রা এজকেই বেশি গুরুত্ব দেয়া হয়।
এই সিদ্ধান্তে অবাক হয়ে মাঠেই প্রতিক্রিয়া দেখান নিশানকা। ডাগআউট থেকে লঙ্কান কোচ ক্রিস সিলভারউড দুহাত উঁচিয়ে বিস্ময় প্রকাশ করেন। কিন্তু আম্পায়ারের চূড়ান্ত রায় মেনেই মাঠ ছাড়তে হয় নিশানকাকে।
ম্যাচের শুরুতেই দাপট দেখান ফারুকি। বাঁহাতি এই পেসার ডানহাতি কুশল মেন্ডিসকে এলবিডব্লিউ করেন ভেতরে ঢোকা বলে। মাঠের আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নিয়ে সফল হন তিনি। পরের বলেই বাঁহাতি আসালাঙ্কাকে ভেতরে ঢোকা আরেক বলে করেন এলবিডব্লিউ। দুই দিকে বল সুইং করানো এই পেসার আতঙ্ক ছড়ান লঙ্কান শিবিরে।