নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
অনেক জল্পনা-কল্পনার পর এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
তবে ১৭ সদস্যের এই তালিকায় সবচেয়ে বড় দুশ্চিন্তা ওপেনিং পজিশন। মাত্র দু’জন স্বীকৃত ওপেনার আছে এই দলে! যেখানে এনামুল হক বিজয়ের উপর আস্থা রাখা গেলেও, মাত্র এক আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা সম্পূর্ণ পারভেজ হোসেন ইমননের উপর বড়জোর করে আস্থা রাখা যাচ্ছে না। আর তাই ওপেনার সঙ্কটের কথা মাথায় রেখে, আসন্ন এশিয়া কাপের ইনিংস উদ্বোধনে চমকের কথা জানিয়েছেন বিসিবির পরিচালক খালেদ মাহমুদ সুজন।
ওপেনিং পজিশনে সাকিব, মুশফিক, মিরাজ বা শেষ মাহাদিকেও দেখা যাওয়ার সম্ভাবনার কথা জানান এই পরিচালক।
সাকিব, মুশফিক, মিরাজ ও শেখ মাহাদির ওপেনিং করার বিষয়ে গনমাধ্যমকে সুজন জানানঃ আমাদের এই দলে স্বীকৃত ওপেনার বিজয় ও পারভেজ ইমন। বাকি অনেকেই কিন্তু লোকাল ক্রিকেটে ওপেনিং করেছে। লোকাল ক্রিকেটে তাদের ইনিংস উদ্বোধনে অভিজ্ঞতা আছে। আফগানিস্তানে যে বোলিং অ্যাটাক, সেই বোলিং এট্যাকের সামনে আমরা কাদের ওপেনিংয়ে পাঠাবো সেটা নিয়ে এখনো ভাবছি। সাকিব,মুশফিক,মিরাজ,মাহাদি! এদের যে কেউ ওপেনিং করতে পারে। টিম কম্বিনেশন দেখে আমরা চুড়ান্ত সিদ্ধান্ত নিবো।