নিউজ ডেস্ক »
করোনার প্রকোপ আর টি-২০ বিশ্বকাপের জল্পনা-কল্পনার চাদরে ঢাকা পড়েছে এবারের এশিয়া কাপ। এশিয়া কাপ নিয়ে নেই কোনো আলোচনা! তবে কি এশিয়া কাপ হচ্ছে না? সেটির উত্তর অবশ্য আজ বিকেলেই জানা যাবে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এর বৈঠকের পর।
২০২০ এশিয়া কাপের আয়োজক পাকিস্তান।তবে বছরের শুরু থেকেই এটি নিয়ে বেশ জলঘোলা হয়েছে। কারণ পাকিস্তানে খেলা হবে ভারতীয় দল পাকিস্তান যাবে না এমনটাই বলেছেন। এক্ষেত্রে নিরপেক্ষ ভেন্যু হিসেবে বাংলাদেশ ও হতে পারতো তবে মরুর দেশ আরব আমিরাতেই এ বছরের এশিয়া কাপ আয়োজন করবে পাকিস্তান।কোভিড-১৯ এর প্রকোপে পুরো বিশ্ব একপ্রকার স্থবির হয়ে আছে। এই মূহুর্তে এশিয়া কাপ আদৌ হবে কিনা সেটি এখন দেখার বিষয়। তবে আরব আমিরাতে এখন পর্যন্ত করোনা পরিস্থিতি ইতিবাচক। আক্রান্তের সংখ্যা প্রায় ৪০০০০ এর কাছাকাছি ও মৃত প্রায় ৩০০! তবে আশার আলো হচ্ছে জুনের শুরু থেকেই আক্রান্তের হার অনেকটাই কমছে এবং পরিস্থিতি ইতিবাচক নির্দেশনাও দিচ্ছে।
তবে সবকিছুর উত্তর পাওয়া যাচ্ছে আজ এসিসির সভার পরই। সভায় যোগ দিবেন বিসিবির নির্বাহী প্রধান নিজাম উদ্দিন চৌধুরী। তিনি বলেন যে, ‘করোনা মহামারী আকারে ছড়িয়ে পড়ার আগে পাকিস্তান ঠিক করে টুর্নামেন্টটা দুবাইয়ে করবে। ওটা ওভাবেই আছে। এ ব্যাপারে আর কিছু এগোয়নি। আমরা এটা নিয়ে (আজ সভায়) আলোচনা করব। আমাদের তুলনায় দুবাইয়ের করোনা পরিস্থিতি ভালো। দেখা যাক কী হয়!’
নিউজক্রিকেট/এইচএএম