নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
প্রমীলা এশিয়া কাপ ২০২৪ এ ভারতকে হারিয়ে শিরোপা জিতলো শ্রীলংকা। ফাইনালে ডাম্বুলায় ভারতকে ৮ উইকেটে হারিয়েছে স্বাগতিক শ্রীলংকা।
প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৬৫ রানের বড় সংগ্রহ গড়ে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৪৭ বলে ৬০ রান করে স্মৃতি মান্ধানা। ১৬ বলে ২৯ রান করেন জেমিমা রদ্রিগেজ। ১৪ বলে ৩০ রান করেন রিকা ঘোষ।
১৬৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা শ্রীলংকার ওপেনার করুনারাত্মে ১ রান করে ফিরলেও অপর ওপেনার চামারি আতাপাত্তু ৪৩ বলে ৬১, হারশিতা সামারাবিক্রমা ৫১ বলে অপরাজিত ৬৯ ও দিলহারি ১৬ বলে অপরাজিত ৩০ রানের ইনিংস খেললে ১৮.৪ ওভারে ২ উইকেট হারিয়ে ১৬৭ রান সংগ্রহ করে ৮ উইকেটের জয়ে চ্যাম্পিয়ন হয় শ্রীলংকা।
৫১ বলে ৬৯ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন হারশিতা সামারাবিক্রমা। ব্যাট হাতে ১ সেঞ্চুরীতে ৩০৪ রান করেন সিরিজ সেরা হয়েছেন চামারি আতাপাত্তু।
বাংলাদেশ দল সেমিফাইনালে উঠলেও ভারতের বিপক্ষে হেরে বিদায় নিয়েছিল।