এশিয়া কাপের অঘোষিত সেমিফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি পাকিস্তান

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

এশিয়া কাপে ফাইনালে উঠার লড়াইয়ে আজ (১৪ সেপ্টেম্বর) মুখোমুখি হবে পাকিস্তান শ্রীলঙ্কা। ম্যাচ শুরু বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায়। এ ম্যাচের আগে দুই দলের ঝুলিতে আছে ২ টি করে পয়েন্ট। তাই জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে দুই দল। তবে সেখানে বাদ সাধতে পারে বৃষ্টি।

ভারতের বিপক্ষে ২২৮ রানের ইতিহাস গড়া হার দিয়ে মানসিক ভাবে কিছুটা বিপর্যস্ত পাকিস্তান। এবার তাদের সামনে ডু অর ডাই ম্যাচ। শ্রীলঙ্কার বিপক্ষে হারলেই শেষ ফাইনালের স্বপ্ন।

এ ম্যাচের আগে পাকিস্তান দলে আসতে পারে কয়েকটি পরিবর্তন। ভারতের বিপক্ষে ম্যাচে চোটে পড়েন নাসিম শাহ আর হারিস রউফ। দুজনের কেউই সেদিন ব্যাটিয়ে নামতে পারেনি। ধারনা করা হচ্ছে হয়তো এবারের মতো এশিয়া কাপ মিশন তাদের। তাদের জায়গায় পেসার শাহনেওয়াজ আর জামান খানকে নিয়ে মাঠে নামতে পারে ম্যানইন গ্রিনরা। এছাড়াও পাকিস্তানের সামনে প্রতিশোধের হাতছানী। গত আসরে লঙ্কানদের কাছে হেরে শিরোপা হাতছাড়া করে বাবর আজমরা।

এদিকে ওয়ানডেতে সবমিলিয়ে ১৩ ম্যাচ অপরাজিত ছিলো শানাকা বাহিনী। তবে সেই ধারায় ফাটল ধরায় ভারত। সুপার ফোরে রোহিত বাহিনীর কাছে ব্যাটিং বিপর্যয়ে পরাজয় বরণ করে লঙ্কানরা। তাদের সামনেও এখন ফাইনালে খেলার হাতছানী। পাকিস্তানকে হারাতে পারলেই ভারতের প্রতিপক্ষ হবে লঙ্কানরা। এছাড়া দলে নেই বড় কোনো ইনজুরি সমস্যা।

তবে এ ম্যাচ ঘিরে বড় আলোচনার নাম বৃষ্টি। যদি কোনো কারনে বৃষ্টিতে খেলা পন্ড হয় তাহলে শ্রীলঙ্কা সরাসরি খেলবে ফাইনালে। যদিও পাকিস্তান শ্রলিঙ্কা দুই দলেরই সমান ২ পয়েন্ট। কিন্তু ভারতের বিপক্ষে বড় হারে রান রেটে বেশ পিছিয়ে আছে ম্যান ইন গ্রিনরা। তাইতো কলম্বোতে বৃষ্টি শ্রীলঙ্কার জন্য মঙ্গলই বয়ে আনবে।

 

আরএ/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »