নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
দেখতে দেখেতে শেষ হয়ে এলো এশিয়া কাপের ১৬ তম আসর। যেখানে ছয় দলের লড়াই শেষে ফাইনাল গড়ানোর অপেক্ষায়। কলম্বোতে আজ (১৭ সেপ্টেম্বর) ভারতের বিপক্ষে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। ম্যাচ শুরু বেলা সাড়ে তিনটায়।
তর্ক বিতর্ক সব কিছুকে ছাপিয়ে এবার এশিয়া কাাপের ফাইনালের মহারনের অপেক্ষায় ক্রিকেটাঙ্গন। যেখানে মুখোমুখি হবে শ্রীলঙ্কা আর ভারত।
এশিয়া কাপের সবথেকে সফল দল ভারতের সামনে ৮ম শিরোপার হাতছানী। তবে সবশেষ টাইগারদের বিপক্ষে দীর্ঘ ১ যুগ পর এশিয়া কাপের ময়দানে হেরে কিছুটা ব্যাকফুটে রোহিত বাহিনী। তবে সব বাধাকে উতরে এবার ফাইনালে ঘুরে দাড়ানোর অপেক্ষায় ভারতীয়রা।
এদিকে সুপার ফোরে কম সংগ্রহ করেও দূর্দান্ত বোলিং তোপে লঙ্কানদের হারিয়েছে ভারত। সেই ধারাই এবার ফাইনালে কাজে লাগাতে চাইবে দ্রাবিড়ের শিষ্যরা। লঙ্কানদের মাটিতে ফাইনাল, তাইতো পূর্ন শক্তির দলের বিকল্প নেই ভারতীয়দের সামনে।
ঘরের মাঠে খেলা, মাঠেও থাকবে লঙ্কান দর্শকদের জয়ধ্বনি। সেই শক্তিতে কাজে লাগিয়েই ভারতের বিপক্ষে নামবে শ্রীলঙ্কা। ভারতের পর এশিয়া কাপের অন্যতম সফল দল লায়ন্সরা। ৭ম শিরোপার খোজে বর্তমান চ্যাম্পিয়নরা।
ওয়ানডেতে টানা ১৩ ম্যাচ অপরাজিত থাকার পর ভারতের বিপক্ষে সুপার ফোরে হোচট খায় লঙ্কানরা। এছাড়া দুই দল এশিয়া কাপের ফাইনালে সবশেষ মুখোমুখি হয়েছিলো ২০১০ সালে। সেবার ৮১ রানের পরাজয় নিয়ে শিরোপা হাতছাড়া করে লঙ্কানরা। এবার তাই প্রতিশোধের হাতছানী শানাকা বাহিনীর।
আরএ/নিউজক্রিকেট২৪