এলপিএলের শিরোপা জিতলো আফিফের জাফনা কিংস

ক্রীড়া প্রতিবেদক »

চলতি বছরের লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) ফাইনালে কলম্বো স্টার্সকে দুই উইকেটে হারিয়েছে জাফনা কিংস। এতেই তৃতীয়বারের মতো এলপিএলের শিরোপা জিতলো দলটি। জাফনা কিংসের হয়ে মাঠে লড়েছেন বাংলাদেশের ব্যাটার আফিফ হোসেন ধ্রুব।

শুক্রবার (২৩ ডিসেম্বর) কলম্বোর প্রেমাদাসায় টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটে ১৬৩ রান করেছিল স্টার্স। ১৬৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ৪ বল হাতে রেখে ২ উইকেটে জিতেছে জাফনা কিংস। ম্যাচ সেরা হয়েছেন আভিস্কা ফার্নান্ডো এবং সাদেরা সামারাবিক্রমা প্লেয়ার অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন।

জাফনা কিংসের হয়ে ব্যাট হাতে ৪৩ বলে ৫০ রান করেন আভিস্কা ফার্নান্ডো এবং ২৭ বলে ৪৪ রান করেন সাদিরা সামাবিক্রমা। এছাড়া ১৮ বলে ৩৬ রান করেছেন রহমানউল্লাহ গুরবাজ, ১০ বল খেলে মাত্র তিন রান করেছেন আফিফ।

বল হাতে কলম্বোর হয়ে ২৩ রান দিয়ে তিন উইকেট শিকার করেছেন সুরঙ্গ লাকমাল। এছাড়া দুটি উইকেট শিকার করেছেন বেনি হাওয়েল।

এর আগে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে নামা কলম্বো। ব্যাট হাতে দলের হয়ে সর্বোচ্চ ৪৯ রান করেছেন দীনেশ চান্দিমাল এবং ৪৭ রানে অপরাজিত ছিলেন রবি বোপারা। এছাড়া চারিথ আসালঙ্কা ৩১ রান ও মোহাম্মদ নবি ১৫ রান করেন।

বল হাতে জাফনার হয়ে একটি করে উইকেট শিকার করছেন থিসারা পেরেরা, বিনুরা ফার্নান্দো, মাহিশ থিকশানা ও দুনিথ ওয়েলালাগে।

এবারের লঙ্কা প্রিমিয়ার লিগে ৪ ম্যাচ খেলেছেন আফিফ হোসেন ধ্রুব। যেখানে ২৩.৬৬ গড় ও ১৩১.৪৮ স্ট্রাইক রেটে ৭১ রান করেন তিনি। টুর্নামেন্টে ৭টি চার এবং ১টি ছক্কা হাঁকিয়েছিলেন এ বাঁহাতি ব্যাটার। গল গ্ল্যাডিয়েটরসের বিপক্ষে লিগ পর্বে ৩৫ বলে ৫৪ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছিলেন বাংলাদেশের ব্যাটার।

লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) তিন আসরের তিনটিতেই চ্যাম্পিয়ন হয়েছে জাফনা। এর আগের দুই আসরেই গল গ্ল্যাডিয়েটরসকে হারিয়েছিল জাফনা।

এস.আর/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »