এমনটা হবে আগে জানলে বিশ্বকাপেই যেতেন না সুজন-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

চলতি বিশ্বকাপে বাংলাদেশ দলের টিম ডিরেক্টর হিসেবে দলের সাথে ভারতে গিয়েছেন খালেদ মাহমুদ সুজন। নামে মাত্র টিম ডিরেক্টর হয়ে গেলেও, দলের কোন ব্যাপারে সিদ্ধান্ত ও মতামত দেয়ার কোন অনুমতি দেওয়া হয়নি তাকে।এককথায় দলের সাথে তাকে রাখা হয়েছে অনেকটা দুধভাত হিসেবে।

এমনটা হবে আগে জানা ছিল না সুজনের।সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার থাকবে না বুঝতে পারলে বিশ্বকাপেই যেতেন না বলে জানিয়েছেন খালেদ মাহমুদ

ক্ষোভে তিনি আরো বলেন: আমি বিশ্বকাপে আসার আগে বলেছিলাম, সেমিফাইনাল খেলব। এখন মনে হয় কোন চিন্তা করে যে বলেছিলাম!’

দায়িত্বের সীমাবদ্ধতা নিয়ে খালেদ মাহমুদ আরো বলেছেন, ‘বিসিবি থেকে আমাকে যে ভূমিকা দেওয়া হয়েছে, সেটাই করার চেষ্টা করছি। প্রতিটা সফরে আমার একটা বাড়তি থাকত যে, আমি দল নির্বাচনের অংশ থাকতাম। যেটা এবার নেই।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »