নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের ১ম ম্যাচে পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়ে ইতিহাস সৃষ্টি করেছে বাংলাদেশ। ২০০০ সালে টেস্ট মর্যাদা লাভের পর ২০০১ সাল থেকে পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেললেও দীর্ঘ ২৪ বছর পর অধরা জয় ধরা দিয়েছে অবশেষে ২০২৪ সালে।
বিশেষ করে ২০০৩ সালে মুলতান টেস্টে ১ উইকেটের পরাজয়ের হতাশা ও আক্ষেপের দীর্ঘ ২১ বছর পর পাকিস্তানকে হারানো সম্ভব হয়েছে।
পাকিস্তানের বিপক্ষে এ পর্যন্ত ১৪টি টেস্ট খেলে চলতি সিরিজে একমাত্র জয় তুলে নিয়েছে নাজমুল শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ। অপর ১৩ ম্যাচের মধ্যে ১২টি পরাজয় ও ২০১৫ সালে খুলনায় একমাত্র ড্র করতে পেরেছিল টাইগাররা।
দুই ম্যাচ টেস্ট সিরিজ হওয়ায় প্রথম ম্যাচে জয়ের পর সিরিজ হারার শংকা নেই আর। বলা যায় পাকিস্তানের বিপক্ষে এই প্রথম সিরিজ ড্র করা নিশ্চিত হয়েছে। সেই সাথে ২য় ম্যাচ ড্র হলে প্রথমবারের মতো সিরিজ জিতবে বাংলাদেশ। জয় তুলে নিতে পারলে সিরিজ জয়ের পাশাপাশি হোয়াইটওয়াশ করা হবে পাকিস্তানকে।
বিদেশের মাটিতে খুব বেশি সফলতা নেই বাংলাদেশের। ২০১৭ সালে শততম টেস্টে শ্রীলংকাকে হারানো, ২০২২ সালে নিউজিল্যান্ডকে হারানোর পর পাকিস্তানের বিপক্ষে জয়ই বিদেশের মাটিতে বাংলাদেশের সবচেয়ে বড় সফলতা।
৩০ আগষ্ট একই ভেন্যুতে মাঠে গড়াবে ২য় টেস্ট। সিরিজ জিততে পারলেই সফলতার নতুন ইতিহাস। অথবা সিরিজ ড্র হলেও হবে পাকিস্তানের বিপক্ষে সিরিজ ড্রয়ের নতুন ইতিহাস গড়বে বাংলাদেশ।