এবার সত্যিই না ফেরার দেশে হিথ স্ট্রিক

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছেন জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ও বাংলাদেশের দলের সাবেক পেস বোলিং কোচ হিথ স্ট্রিক। রোববার মাত্র ৪৯ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি দিলেন জিম্বাবুয়ের এই কিংবদন্তি। গত ২৩ আগস্ট স্ট্রিকের মৃত্যুর খবরের গুজব ছড়িয়েছিল। এবার সত্যিই না ফেরার দেশে পাড়ি জমিয়েছন স্ট্রিক। স্ট্রিকের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার স্ত্রী নাদিনে স্ট্রিক।

জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক হিথ স্ট্রিক মারা গেছেন। তাঁর স্ত্রী নাদিনে স্ট্রিক রোববার এক ফেসবুক পোস্টে স্ট্রিকের মুত্যৃর বিষয়টি নিশ্চিত করেছেন। জিম্বাবুয়ের সংবাদমাধ্যম হেরাল্ডকে স্ট্রিকের বাবা ডেনিসও স্ট্রিকের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

ফেসবুক পোস্টে নাদিনে লেখন, ‘আজ, ৩ সেপ্টেম্বর ২০২৩ রোববার, ভোরে আমার জীবনের সর্বশ্রেষ্ঠ ভালবাসা এবং আমার চমৎকার সন্তানদের পিতাকে তার বাড়ি থেকে দেবদূতরা সাথে নিয়ে গেছেন, যেখানে তিনি তার শেষ দিনগুলো পরিবার ও প্রিয়জন বেষ্টিত হয়ে কাটাতে চেয়েছিলেন। তিনি একা যাননি, আমাদের ভালোবাসা ও শান্তিতে আচ্ছাদিত হয়ে গেছেন। আমাদের অন্তর অনন্তকালের জন্য স্ট্রিকের সঙ্গে মিশে গেছে।’

এর আগে গত ২৩ আগস্ট স্ট্রিকের মৃত্যুর খবর পুরো ক্রিকেট বিশ্বে ছড়িয়ে পড়েছিল। সেসময় স্ট্রিক নিজেই জানিয়েছিলেন তিনি বেঁচে আছেন। তবে এবার সত্যি সত্যি চলে গেলেন সাকেব এই জিম্বাবুইয়ান পেসার।

হিথ স্ট্রিক ২০১৪ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেস বোলিং কোচের দায়িত্ব পালন করেছিলেন। তার অধীনেই মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদরা বিশ্বমঞ্চে নিজেদের চিনিয়েছেন। মুস্তাফিজ-তাসকিনদের কারিগর ছিলেন স্ট্রিক। দুই বছর বাংলাদেশের সঙ্গে যুক্ত ছিলেন স্ট্রিক।

জিম্বাবুয়ের হয়ে টেস্টে ২০০ উইকেট শিকার করা একমাত্র বোলার স্ট্রিক। এমনকি তাদের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সপ্তম স্থানে আছে তার নাম। স্ট্রিক জিম্বাবুয়ের হয়ে ৬৫টি টেস্টে নিয়েছেন ২১৬ উইকেট আর ১৮৯ ওয়ানেডেতে ২৩৯ উইকেট।

স্ট্রিকের বর্নিল ক্যারিয়ারের শেষ দিকে এসে লাগে কালো দাগ। আইসিসির অ্যান্টি-করাপশন নীতি ভঙ্গ করায় ২০২১ সালে আট বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন স্ট্রিক। কিন্তু সাবেক এই জিম্বাবুইয়ান পেসার এখন শুধুই স্মৃতি।

 

আরএ/নিউজক্রিকেট২৪

 

 

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »