এবার মাস্তুল ফাউন্ডেশনের পাশে সাকিব আল হাসান

নিউজ ডেস্ক »

দেশে করোনা আক্রান্তের শুরু থেকেই অসহায়, সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়াচ্ছেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এই সময়ের মধ্যেই প্রতিষ্ঠা করেছেন সাকিব আল হাসান ফাউন্ডেশন , যার মূল উদ্দেশ্য গরীব – অসহায়দের পাশে দাড়ানো। শুরুতেই সাকিবের ফাউন্ডেশন দায়িত্ব নেয় ২০০ অসচ্ছল পরিবারের। এরপরে সাকিব আল হাসান ফাউন্ডেশন থেকে সাহায্য করা হয় করোনা টেস্টিং কিটস কিনতে।এরপর ২০১৯ বিশ্বকাপে খেলা ব্যাট নিলামে তুলে সেই অর্থ দিয়েও সাহায্য করেন করোনায় ক্ষতিগ্রস্থদের। এছাড়াও জাতীয় দলের ক্রিকেটারদের ফান্ড, পঞ্চপান্ডবের ফান্ডেও দেন অর্থের যোগান। এবার সাকিব আল হাসান তার ফাউন্ডেশনের মাধ্যমে পাশে দাঁড়িয়েছেন মাস্তুল ফাউন্ডেশনের, নিজের ফেইসবুক পেইজে পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সাকিব।

জনপ্রিয় অনলাইন ফান্ডরাইজিং ক্যাম্পেইন ” অকশন ফর অকশন” মাস্তুল ফাউন্ডেশনকে আমন্ত্রন জানান করোনা পরিস্থিতিতে তাদের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানতে, এবং দেশবাসীকে জানতে।এই ক্যাম্পেইনে মাস্তুল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কাজী রিয়াজ জানান , বর্তমানে তারা কেভিড ১৯ আক্রান্ত হয়ে মৃতদের দাফনের কাজ করছে, ইতিমধ্যেই তারা ১৯ জন মৃত করোনা রোগীর দাফন সম্পন্ন করেছে।এবং এই কাজ তারা নিজেদের টাকায় এম্বুলেন্স ভাড়া করে চালাচ্ছে, যা তাদের জন্য অনেক কষ্টসাধ্য হয়ে পড়েছিল। তিনি আরো জানান, তাদের একটি নিজস্ব এম্বুলেন্স হলে তাদের কাজ সহজতর হয়ে যেত। এবং মৃত দাফনে সহযোগিতা হতো।

মাস্তুল ফাউন্ডেশনের এই কার্যক্রম ও প্রয়োজন সাকিব আল হাসানের কানে তুলে ধরেন সাকিব আল হাসান ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ব্যারিস্টার চিশতী ইকবাল। এবং পরে সিদ্ধান্ত নেওয়া হয় সাকিব আল হাসান ফাউন্ডেশন থেকে মাস্তুল ফাউন্ডেশন কে সাহায্য করার। মাস্তুল ফাউন্ডেশন সরকার কর্তৃক রেজিস্টার্ড কৃত একটি সামাজিক প্রতিষ্ঠান, তারা নানান সামাজিক কাজে অংশ নিয়ে অসহায়দের সাহায্য করে থাকে।মাস্তুলের রয়েছে অসহায় শিক্ষার্থীদের জন্য ১১২ টি স্কুল,তারা সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষা উপরণ দিয়ে সাহায্য করে আসছেন।এছাড়াও তারা শিশু স্বাস্থ্য, পুষ্টিকর খাবার ও শিশুর সামাজিক অধিকার নিশ্চিত করণে কাজ করে আসছে।

সাকিব আল হাসান ফাউন্ডেশন মাস্তুল ফাউন্ডেশন কে সাহায্য করার পাশাপাশি তাদের সাথে যৌথভাবে কাজ করে যাচ্ছেন। তারা একত্রে সিদ্ধান্ত নিয়েছে করোনা রোগীদের জন্য দ্রুত এম্বুলেন্স সেবা নিশ্চিত করার। এবং তারা সেই উদ্দেশ্যে কাজ করে যাচ্ছে। এবং তারা সকলকে আহ্বান জানিয়েছে মাস্তুল ফাউন্ডেশন কে তাদের এই কার্যক্রমে সাহায্য করার জন্য।

নিউজক্রিকেট/সুফিয়ান

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »