এবার মানকাডিংয়ের সুযোগ পেয়েও করলেন না আরাফাত সানি

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-1/c0.0.240.240a/p240x240/51944597_2359806007364192_9161774462004101120_n.jpg?_nc_cat=102&_nc_eui2=AeFcipYmUQ-zg44wTqI_uZtpFgfJ4Exn1XfSEN67qwlIW2D6Rn9MoK6IjCWRQM0f2UXeldOwo28xNalSOoWbLYyQiCB4RD_YmCz3baSliAHc9w&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=340b0eaa925f43012c08a04eecfc634d&oe=5D09FC50 »

আইপিএলে রবি চন্দ্রন অশ্বিনের মানকাডিং যেন নতুন করে আলোচনা-সমালোচনার দুয়ার খুলে দিয়েছে। আইসিসির নিয়মের দোহাই দিয়ে অশ্বিন বাটলারকে আউট করলেও সেটা ছিল অখেলোয়ারসুলভ আচরন এমনটাই মনে করেন অনেক ক্রিকেট বোদ্ধা। সমালোচনার তীরে অশ্বিন একাই বিদ্ধ হননি, রক্ষা পাননি তাঁর পরিবারের সদস্যরাও। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর চার বছরের শিশু কন্যাকেও কটু কথা বলেছেন অনেকে।

এদিকে আইপিএলেই দেখা গিয়েছিল ভিন্ন চিত্র। ক্রুনাল পান্ডিয়া মানকাডিংয়ের সুযোগ পেয়েও তা না করার ভেসেছিলেন প্রশংসার জোয়ারে। এবার ডিপিএলে দেখা গেল মানকাডিংয়ের সুযোগ পেয়েও এমন সমালোচনার কাজ করেননি স্পিনার আরাফাত সানি।

গতকাল ডিপিএলের সপ্তম রাউন্ডের ম্যাচে মুখোমুখি হয় প্রাইম দোলেশ্বর এবং এবং শেখ জামাল ধানমন্ডি ক্লাব। শেখ জামালের ব্যাটসম্যান জিয়াউর রহমান যখন একের পর এক আক্রমণ চালিয়ে যাচ্ছিলেন দোলেশ্বরের বোলারদের উপর তখন ইনিংসের ১৮ তম ওভারে সানি বল করতে আসলে নন স্ট্রাইক প্রান্তে থাকা জিয়াউর রান আউটের সীমা রেখার কিছুটা বাইরে চলে যান। তখন সানি ইচ্ছে করলেই জিয়াউরকে আউট করতে পারতেন। কিন্তু অখেলোয়ারসুলভ এই আচরন থেকে বিরত থাকেন সানি। যদিও প্রাইম দোলেশ্বর ম্যাচটিতে জয় লাভ করেছল মাত্র ১ রানে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »