এবার বোলিং কোচের ভূমিকায় রাহী!

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

চলছে ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় আসর আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ১২তম আসর। দশ দলের এই মহারণ চলবে দেড় মাসব্যাপী। ক্রিকেট যে শুধুই ব্যাট-বলের লড়াই নয় সেটার প্রমান দিন দিন দিয়ে যাচ্ছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

এই বিশ্বকাপ শুরুর আগে বিভিন্ন দেশ থেকে পথশিশুদের নিয়ে আয়োজন করা হয়েছিল আলাদা একটি বিশ্বকাপের। তাছাড়া অন্যনায় সময়ও বিভিন্ন সামাজিক সেবামূলক কাজ সহ মানবিক কাজের অংশ আইসিসি হয়ে যাচ্ছে নিয়মিতই।

এবারের বিশ্বকাপে আরও একটি ভিন্ন চিত্র দেখা গিয়েছে ক্রিকেট মাঠের বাইরে। বাংলাদেশ দল গতকাল (৭ জুন) বৃষ্টি বাধায় মাঠে প্র্যাকটিস করতে পারেনি। ফলে ইনডোরে প্র্যাকটিস শেষে স্থানীয় স্কুলের বাচ্চাদের সাথে সময় কাটিয়েছে টাইগাররা। বাংলাদেশ ক্রিকেট দলের জার্সিতে স্পন্সর হিসেবে রয়েছে উইনিসেফের লোগো। আর ইউনিসেফ ও আইসিসির উদ্যোগেই টাইগার ক্রিকেটাররা অংশ নেয় এই পর্বে।

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ নামে সত্যায়িত ফেসবুক পেইজে বাংলাদেশ দলের ক্রিকেটারদের সাথে বাচ্চাদের কাটানো সময়ের কিছু ছবি পোস্ট করেছে তারা। সেখানে দেখা যায় আবু জায়েদ রাহী বল করতে শেখাচ্ছেন এক বাচ্চাকে। পাশাপাশি উইকেটরক্ষকের ভূমিকায় রয়েছে মেহেদী হাসান মিরাজ।

আইসিসি তাদের ওই পেইযে ছবি পোস্ট করে সাথে লেখে, ‘স্কুলের বাচ্চাদের প্রতি বাংলাদেশের ক্রিকেটাররা তাদের সমর্থন দিয়েছে। সপ্তাহের শুরুর দিকে এই আয়োজনটি করেছে ইউনিসেফ।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »