https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-1/c0.0.240.240a/p240x240/51944597_2359806007364192_9161774462004101120_n.jpg?_nc_cat=102&_nc_eui2=AeFcipYmUQ-zg44wTqI_uZtpFgfJ4Exn1XfSEN67qwlIW2D6Rn9MoK6IjCWRQM0f2UXeldOwo28xNalSOoWbLYyQiCB4RD_YmCz3baSliAHc9w&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=340b0eaa925f43012c08a04eecfc634d&oe=5D09FC50 »
বর্তমানে আইপিএলের দল সানরাইজার্স হায়দ্রাবাদের সাথে রয়েছেন সাকিব আল হাসান। হায়দ্রাবাদের প্রথম ম্যাচে মাঠে নামার পর আর সুযোগ হয়নি দলের জার্সিতে পারফর্ম করার।
এদিকে শুক্রবার হায়দ্রবাদের ছিল না কোনো ম্যাচ। ফলে ক্রিকেটারদের খোশ মেজাজে রাখতেই ‘মাস্টার শেফ অব হায়দ্রাবাদ’ নামে একটি রান্নার প্রতিযোগিতায় নেমেছিলেন হায়দ্রাবাদের ক্রিকেটাররা। যেখানে ছিলেন টাইগার অলরাউন্ডার সাকিব।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে তাদের সেই কর্মকাণ্ডের ছবি বেশ আলোড়ন সৃষ্টি করেছে।
The Risers had a lot of fun during the #MasterChefSRH cooking competition!
Check out some of the best 📸 from the kitchen!#OrangeArmy #RiseWithUs pic.twitter.com/QpzVRkEjnz
— SunRisers Hyderabad (@SunRisers) April 19, 2019