এবার পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করলো অস্ট্রেলিয়া

নিউজ ডেস্ক »

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সমগ্র বিশ্বে ক্রিকেট স্থগিত হওয়ার পর প্রথম ক্রিকেট বোর্ড হিসেবে ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের ২০২০-২০২১ মৌসুমের আন্তর্জাতিক ক্রিকেট সূচি প্রকাশ করেছে। সূচিতে রয়েছে ভারতের বিপক্ষে বহুল আলোচিত টেস্ট সিরিজ। আগামী ৯ই আগস্ট জিম্বাবুয়েরর বিপক্ষে সিরিজ দিয়ে করোনা মহামারীর পর ক্রিকেটে ফিরবে অস্ট্রেলিয়া।

দেখে নিন কখন কোন দলের বিপক্ষে খেলবে অস্ট্রেলিয়া জাতীয় পুরুষ ও নারী ক্রিকেট দল।

*জিলেট ওডিয়াই সিরিজ (পুরুষ) বনাম জিম্বাবুয়ে-
১ম ওডিয়াইঃ ৯ আগস্ট
২য় ওডিয়াইঃ ১২ আগস্ট
৩য় ওডিয়াইঃ ১৫ আগস্ট

*কমনওয়েলথ ব্যাংক টি-টোয়েন্টি সিরিজ (নারী) বনাম নিউজিল্যান্ড
১ম টি-টোয়েন্টিঃ ২৭ সেপ্টেম্বর
২য় টি-টোয়েন্টিঃ ২৯ সেপ্টেম্বর
৩য় টি-টোয়েন্টিঃ ১ অক্টোবর

* জিলেট টি-টোয়েন্টি সিরিজ( পুরুষ) বনাম ওয়েস্ট ইন্ডিজ
১ম টি-টোয়েন্টিঃ ৪ অক্টোবর
২য় টি-টোয়েন্টিঃ ৬ অক্টোবর
৩য় টি-টোয়েন্টিঃ ৯ অক্টোবর

*কমনওয়েলথ ব্যাংক ওডিয়াই সিরিজ (নারী) বনাম নিউজিল্যান্ড-
১ম ওডিয়াইঃ ৫ অক্টোবর
২য় ওডিয়াইঃ ৭ অক্টোবর
৩য় ওডিয়াইঃ ১০ অক্টোবর

* জিলেট টি-টোয়েন্টি সিরিজ( পুরুষ) বনাম ভারত-
১ম টি-টোয়েন্টিঃ ১১ অক্টোবর
২য় টি-টোয়েন্টিঃ ১৪ অক্টোবর
৩য় টি-টোয়েন্টিঃ ১৭ অক্টোবর

* টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২০ঃ ১৮ই অক্টোবর থেকে ১৫ই নভেম্বর

*একমাত্র দিবারাত্রির টেস্ট(পুরুষ) বনাম আফগানিস্তানঃ ২১-২৫ নভেম্বর

*টেস্ট সিরিজ(পুরুষ) বনাম ভারত-

১ম টেস্টঃ ৩-৭ ডিসেম্বর, ব্রিসবেন
২য় টেস্টঃ ১১-১৫ ডিসেম্বর, এডিলেড ওভাল( দিবারাত্রি)
৩য় টেস্টঃ ২৬-৩০ ডিসেম্বর, এমসিজি
৪র্থ টেস্টঃ ৩-৭ জানুয়ারি, এসসিজি

* জিলেট ওডিয়াই সিরিজ(পুরুষ) বনাম ভারত-

১ম ওডিয়াইঃ ১২জানুয়ারি, পার্থ স্টেডিয়াম
২য় ওডিয়াইঃ ১৫ জানুয়ারি, এমসিজি
৩য় ওডিয়াইঃ ১৭জানুয়ারি, এসসিজি

*কমনওয়েলথ ব্যাংক ওডিয়াই সিরিজ( নারী) বনাম ভারত-
১ম ওডিয়াইঃ ২২জানুয়ারি, মানুকা ওভাল, ক্যানবেরা
২য় ওডিয়াইঃ ২৫ জানুয়ারি, জাঙ্কশন ওভাল, মেলবোর্ন
৩য় ওডিয়াইঃ ২৮জানুয়ারি, ব্লাডস্টোন এরিনা, হোবার্ট

* জিলেট ওডিয়াই সিরিজ(পুরুষ) বনাম নিউজিল্যান্ড-

১ম ওডিয়াইঃ ২৬জানুয়ারি,
২য় ওডিয়াইঃ ২৯ জানুয়ারি,
৩য় ওডিয়াইঃ ৩১ জানুয়ারি,

*জিলেট টি-টোয়েন্টি সিরিজ(পুরুষ) বনাম নিউজিল্যান্ড-
একমাত্র টি-টোয়েন্টিঃ ২ ফেব্রুয়ারি, এসসিজি।

বাংলাদেশ সময়ঃ ৬:৪৫ পিএম

নিউজক্রিকেট/এমএস

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »