নিউজ ডেস্ক »
করোনা ভাইরাসের কারণে থমকে গেছে জীবনের সব সুখ আনন্দ। এ প্রাণঘাতী ভাইরাস কেড়ে নিয়েছে সকলের মুখের হাসি। এমন অবস্থায় খেলাধুলা থেকে শুরু করে সকল প্রকার বিনোদনও রয়েছে বন্ধ। এ খারাপ মুহূর্তে অল্প সময়ের জন্য হলেও খানিক স্বস্তির পরশ দিচ্ছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল । লাইভ সেশনে এবার তাকে দেখা যাচ্ছে সঞ্চালকের ভূমিকায়।
প্রথমে মুশফিক, তারপর রিয়াদ, এরপর মাশরাফিকে নিয়ে আসেন তার লাইভে। এরপর লাইভে এনেছিলেন দেশের ক্রিকেটের তিন নক্ষত্র সুজন, দুর্জয় এবং বাশারকে। এরপর তামিমের লাইভে যোগ দেন আফ্রিকান অধিনায়ক ডু প্লেসিস, ভারতীয় ওপেনার রোহিত শর্মা, এবং ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। সর্বশেষ লাইভে এসেছিলেন দেশের ক্রিকেটের তিন লিজেন্ড আকরাম খান, মিনহাজুল আবেদীন, এবং খালেদ মাসুদ। দারুণ ভাবে জমিয়েও তুলছেন সব আড্ডা। পরবর্তিতে অতিথি হিসেবে তামিমের সাথে থাকছেন ব্লাক-ক্যাপস অধিনায়ক কেন উইলিয়ামসন।
বৃহস্পতিবার দুপুর ৩ টায় শুরু হবে তামিমের ফেসবুক লাইভ। সরাসরি লাইভটি দেখা যাবে তামিম
ইকবালের অফিশিয়াল পেজে।