নিউজ ডেস্ক »
অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের উদ্ভোধনী ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার বর্তমান বৈশ্বিক সঙ্কটে বেশ ভাল সময় কাটাচ্ছেন তার স্ত্রী ও দুই মেয়েকে মজার নাচের ভিডিও টিকটকে (ভিডিও শেয়ারিং মাধ্যম) শেয়ার করে। গত শুক্রবার বলিউড সুপারস্টার অক্ষয় কুমারের একটি জনপ্রিয় নাচ নকল করে আপলোড করেন ওয়ার্নার যা দেখে ভারতীয় অধিনায়ক ভিরাট কোহলি হাসিতে ফেটে পড়েন এবং বেশ কয়েকটি হাসির ইমোজি দিয়ে কমেন্ট করেন। জবাবে ওয়ার্নার কোহলিকে টিকটকে দৈত্ব নাচের আমন্ত্রণ জানান।
ওয়ার্নার হাসির ইমোজি দিয়ে রিপ্লাইয়ে লেখেন, ‘এরপর তুমি ভাই, আস দৈত্ব নাচ হয়ে যাক। তোমার স্রী তোমাকে একাউন্ট তৈরি করে দিবে।’
বিভিন্ন জনপ্রিয় বলিউড গানের সাথে ওয়ার্নারে নাচের ভিডিওগুলো বেশ জনপ্রিয়তা পাচ্ছে। বর্তমান করোনা ভাইরাসের প্রকোপে ক্রিকেট বন্ধ থাকায় এবং লকডাউনে গৃহবন্দী অবস্থায় নিজেদের চাঙ্গা রাখতে এবং তার ভক্তদের আনন্দ দিতে পরিবারের সকলকে নিয়ে এই ভিডিও বানানোতে মেতে আছেন ওয়ার্নার।
বাংলাদেশ সময়ঃ ৩:২৫ পিএম
নিউজক্রিকেট/এমএস