https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-1/c0.0.240.240a/p240x240/51944597_2359806007364192_9161774462004101120_n.jpg?_nc_cat=102&_nc_eui2=AeFcipYmUQ-zg44wTqI_uZtpFgfJ4Exn1XfSEN67qwlIW2D6Rn9MoK6IjCWRQM0f2UXeldOwo28xNalSOoWbLYyQiCB4RD_YmCz3baSliAHc9w&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=340b0eaa925f43012c08a04eecfc634d&oe=5D09FC50 »
শ্বাসরুদ্ধকর ম্যাচে রয়্যাল চেলেঞ্জার্স বেঙ্গালোর চেন্নাই সুপার কিংসকে হারিয়েছে মাত্র ১ রানে। এবারের আসরে রয়্যাল চেলেঞ্জার্স বেঙ্গালোরের এটি তৃতীয় জয়।
বেঙ্গালোরের ঘরের মাঠ এম চিন্নাস্বামি স্টেডিয়ামে শুরুতে টস হেরে ব্যাট করতে নামে কোহলির দল। এদিন ব্যাট হাতে ব্যর্থ ছিলেন কোহলি। তাঁর ব্যাট থেকে আসে মাত্র ৯ রান। আরেক ওপেনার পার্থিব প্যাটেল ডি ভিলিয়ার্স এবং আকশদিপকে নিয়ে ছোট ছোট জুটি গড়ে রানের চাকা সচল রাখেন। ৩৭ ব্বলে ৫৩ রান করে প্যাটেল ফিরে গেলে মঈন আলির ঝড়ো ২৬ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬২ রানের মাঝারী পুঁজি পায় বেঙ্গালোর।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে চেন্নাই সুপার কিংস। দলীয় ২৮ রানে টপ অর্ডারের ৪ ব্যাটসম্যানকে হারিয়ে বিপর্যয়ে পড়ে তারা। মিডল অর্ডারে বরাবরের মত দলের ত্রাতা হয়ে আবির্ভূত হন অধিনায়ক ধোনি। আম্বাতি রাইডুকে নিয়ে বিপর্যয় সামলে ধীরে ধীরে এগুতে থাকেন এই উইকেটকিপার ব্যাটসম্যান। রাইডু খেলেন ২৯ বলে ২৯ রানের ধীর গতির ইনিংস। শেষ দুই ওভারে জয়ের জন্য ২৬ রানের প্রয়োজন হলে ধোনি ক্রিজে থাকার পরও সেই রান পার হতে পারেনি তারা। ধোনির ব্যাট থেকে ৪৮ বলে ৮৪ রানের অপরাজিত ইংস আসে। বেঙ্গালোরের চেয়ে ১ রান কম অর্থাৎ ১৬০ রানে ইনিংস থামে চেন্নাইর। ফলে এই ১ রানের জয় নিয়েই মাঠ ছাড়ে কোহলির বেঙ্গালোর।