নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
‘এপ্রিল ফুল’। সারাবিশ্বে উদযাপিত এই দিবসটিতে বোকা বানানো হয়ে থাকে একে অপরকে। এমন হাস্যরসাত্মক কাণ্ডে এবার যোগ দিল বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
আইসিসির সামাজিক যোগাযোগ মাধ্যমের ফেসবুক পেজ এবং টুইটারে প্রকাশিত করা হয় ক্রিকেটের সব অদ্ভুত নিয়মের। আদতে ক্রিকেটে এমন কোনো নিয়ম নেই। একনজরে দেখে নেয়া যাক আইসিসির ‘এপ্রিল ফুল’ এর মধ্যে কী কী ছিল।
১। দিবারাত্রির টেস্টে চার-ছক্কায় আসবে আমূল পরিবর্তন। চার আর ছয়ের পরিবর্তে রান হবে আট আর বারো করে, অর্থাৎ কোন ব্যাটসম্যান চার মারলে রান যোগ হবে আট আর ছয় মারলে যোগ হবে বারো রান।
After taking a catch, the fielding team will be permitted to complete a 'Double Wicket Play' by running out the other batsman ✌ pic.twitter.com/1XN6rAT9lD
— ICC (@ICC) April 1, 2019
২। ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বোলাররা বল করবেন হাফপ্যান্ট পরে!
As part of our efforts to make the game more appealing to younger generations, the ICC will be applying both numbers and Instagram handles to kits from the beginning of the World Test Championship. pic.twitter.com/XnvantQfc9
— ICC (@ICC) April 1, 2019
৩। কোনো ব্যাটসম্যান ক্যাচ আউট হওয়ার পর যদি ননস্ট্রাইং প্রান্তে থাকা ব্যাটসম্যান রান আউটের দাক অতক্রম করে এবং ফিল্ডিংকারি দল স্টাম্পে বল লাগায় তাহলে দুই উইকেটের পতন ঘটবে একসাথে!
https://twitter.com/_/status/1112593170360094720
৪। টেস্ট চ্যাম্পিয়নশিপে দুই দলের ম্যাচ টাই হলে ফিরতি সিরিজে যে দল বেশি রান করবে তারা জয়ী হবে!
Two minor changes will be made to cricket terminology with no balls and dot balls to henceforth be known as 'Faults' and 'Aces'. pic.twitter.com/3gFdhO4c59
— ICC (@ICC) April 1, 2019
৫। টেস্ট চ্যাম্পিয়নশিপে টস হবে টুইটারে ভোটের মাধ্যমে, কোন দল আগে ব্যাটিং বা বোলিং তা নির্ধারিত হবে দর্শকদের মাধ্যমে।
https://twitter.com/ICC/status/1112590049412108288/photo/1
৬। টেস্ট ক্রিকেটে খেলোয়ারদের জার্সির পেছনে নাম থাকবে টুইটার একাউন্টের মত করে।
https://twitter.com/ICC/status/1112588156438831104/photo/1
৭। নো বলের নাম হবে ফল্টস এবং ওয়াইডের নাম হবে এসেস।
https://twitter.com/ICC/status/1112597100360093696/photo/1
৮। ম্যাচ চলাকালীন ধারাভাষ্যকাররা ধারাভাষ্য দিবেন স্লিপ পজিশনে দাঁড়িয়ে।
https://twitter.com/ICC/status/1112593170360094720/photo/1