নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আয়ারল্যান্ডের বিপক্ষে এক ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে ইংল্যান্ড। সিরিজের একমাত্র ম্যাচে দুই দলের হয়ে অভিষেক হয়েছে ছয় জন ক্রিকেটারের!
আয়ারল্যান্ডের ডাবলিনে অনুষ্ঠিত হওয়া এই ম্যাচে ইংল্যান্ডের জার্সি গায়ে অভিষেক হয়েছে আলোচিত পেসার জোফরা আর্চারের। বাকি পাঁচ ক্রিকেটারের মধ্যে আরও দুইজন রয়েছেন ইংলিশ ক্রিকেটার তারা হলেন উইকেটরক্ষক ব্যাটসম্যান বেন ফোকস এবং ডেভিড মালান।
Congratulations @dmalan29, @craig_arch and Ben Foakes! 🏴🧢
Follow: https://t.co/xvqyYg1EvA#IrevEng pic.twitter.com/efDblkc9sm
— England Cricket (@englandcricket) May 3, 2019
অন্যদিকে আয়ারল্যান্ডও তাদের এই ম্যাচে অভিষেক ঘটিয়েছে ৩ ক্রিকেটারের। তারা হলেন লোরকান টাকার, মার্ক রিচার্ড অ্যাডায়ার এবং জশুয়া লিটল।
Here's our XI for today.
Congratulations to debutants Lorcan Tucker, Mark Adair, and Josh Little, and also to Gary Wilson, playing his 100th ODI.
Come on you boys in green!#BackingGreen ☘️🏏 #IREvENG
SCORE: https://t.co/wnHH3TzcmI pic.twitter.com/reFAind0HF
— Cricket Ireland (@cricketireland) May 3, 2019
শেষ খবর পাওয়া পর্যন্ত ২৭ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২০ রান সংগ্রহ করেছে আইরিশরা।