এক ইনিংসে তিন সেঞ্চুরি ও ৭৫৪ রানের ম্যাচ দেখলো বিশ্ববাসী

নিউজ ডেস্ক »

আগেই শোনা গিয়েছিলো ভারত বিশ্বকাপ রানের দিক দিয়ে আগের সব আসরকে ছাড়িয়ে যাবে। বিশ্বকাপের চতুর্থ ম্যাচে এসে যেন সেটারই প্রমাণ মিললো। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম মাতলো রান উৎসবে। এক ইনিংসে দেখা গেল তিনটা সেঞ্চুরির যেটা বিশ্বকাপে রেকর্ড হয়ে থাকলো। এছাড়া বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়লেন আফ্রিকান ব্যাটার এডেন মার্করাম।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই দলীয় অধিনায়ক টেম্বা বাভুমাকে হারায় দক্ষিণ আফ্রিকা। ২য় উইকেট জুটিতে ডি কক আর ডুসেন মিলে শুরু করেন উইকেটে ঝড় তুলা। একের পর এক বাউন্ডারিতে মাতিয়ে রাখেন গোটা স্টেডিয়াম। শতক পূর্ণ করে ডি কক ফিরে গেলে উইকেটে এসেই তাণ্ডব চালাতে শুরু করেন মার্করাম। ডুসেন সেঞ্চুরি পূর্ণ করে ১০৮ রান করে আউট হলেও মার্করাম ছিলেন তার নিজস্ব গতিতেই রান তোলায় ব্যস্ত। একের পর এক বাউন্ডারি আর ওভার বাউন্ডারিতে দিশেহারা হয়ে পড়েন লঙ্কান বোলাররা। মাত্র ৪৯ বলে সেঞ্চুরি পূর্ণ করেন মার্করাম। একইসাথে এতদিন ধরে বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির মালিক থাকা কেভিন ও ব্রায়ানের রেকর্ড ভেঙে মার্ক গড়েন নতুন রেকর্ড।

দক্ষিণ আফ্রিকার দেওয়া ৪২৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারিয়ে বিপাকে পড়ে শ্রীলঙ্কা। তবে উইকেটে ঝড় তুলতে শুরু করেন কুশল মেন্ডিস। মাত্র ২৩ বলে ফিফটি হাঁকানো মেন্ডিসের ব্যাটিং দেখে মনে হয়েছিলো মার্করামের রেকর্ডটা যেন আজই ভেঙে দেবেন তিনি। একের পর এক বাউন্ডারিতে শ্রীলঙ্কান সমর্থকদের আশা দেখাতে শুরু করেন কুশল। কিন্তু শেষ পর্যন্ত ৪২ বলে ৭৬ রান করে আউট হন তিনি।

শেষ পর্যন্ত অধিনায়ক দাশুন শানাকার ৬৮ রানের ইনিংসে ৩২৬ রানে থামে শ্রীলঙ্কার ইনিংস। দক্ষিণ আফ্রিকা পায় ১০২ রানের জয়।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »